TRENDING:

#News18Exclusive: পিঙ্কের ঝুলিতে জাতীয় পুরস্কার, কী বললেন প্রযোজক সুজিত সরকার ও অনিরূদ্ধ রায়চৌধুরী?

Last Updated:

জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন পরিচালক-প্রযোজক সুজিত সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন পরিচালক-প্রযোজক সুজিত সরকার ৷ কিন্তু ‘পিঙ্ক’ ছবির জন্য জাতীয় পুরস্কারটা পেয়ে একটু অন্যরকমই আনন্দ হচ্ছে নাকি সুজিত সরকারের ৷ সল্টলেকের বাড়িতে বসে, জাতীয় পুরস্কারের খবর পাওয়া মাত্রই সুজিত সরকার নিউজ১৮কে জানালেন, ‘দায়িত্বটা বেড়ে গেল ৷ পিঙ্ক ছবি যেহেতু শুধু একটা গল্প নয়, সমাজের এক ব্যধিকে সমলোচনা করে ৷ নারী নির্যাতনের ওপর কমেন্ট করে, তাই এই ছবির ক্ষেত্রে দায়িত্বটা আরও বেড়ে যায় ৷ আর এই দায়িত্বটা আরও বাড়িয়ে দিল জাতীয় পুরস্কার ৷ তবে পিঙ্ক ছবির গোটা টিমের আশা ছিল জাতীয় পুরস্কারের ব্যাপারে ৷ পেয়ে তো আনন্দই লাগছে ৷ আমার মনে হয় সঠিক ছবি, সঠিক সম্মান পেল !’
advertisement

পিঙ্ক ছবি থেকে বলিউডে পা দিয়েছেন বাংলা ছবির পরিচালক অনিরূদ্ধ রায়চৌধুরী ৷ অনিরূদ্ধের ঝুলিতেও রয়েছে জাতীয় পুরস্কার ৷ তবে বলিউডে প্রথম ছবি করেই জাতীয় পুরস্কার পাওয়াটা একটু বেশিই আনন্দের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

অনিরূদ্ধ রায়চৌধুরীর কথায়, ‘এটা খুব বড় স্বীকৃতি ৷ আর তাও এমন একটা ছবির জন্য, যা সমাজের প্রতি একটা দায়িত্বশীল ভূমিকা নেয় ৷ জাতীয় পুরস্কারের সম্মান পেয়ে সত্যিই ভালো লাগছে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
#News18Exclusive: পিঙ্কের ঝুলিতে জাতীয় পুরস্কার, কী বললেন প্রযোজক সুজিত সরকার ও অনিরূদ্ধ রায়চৌধুরী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল