রাতে শুতে যাওয়ার আগে অনেকেই তো ক্রিম মাখেন। নাইট ক্রিম দোকান থেকে কিনে মাখেন। কিন্তু এবার সুদীপার এউ টোটকা অনুসরণ করে দেখুন তো। খরচও বাঁচবে, ত্বকেরও জেল্লা বাড়বে।
আরও পড়ুন: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
advertisement
সুদীপার রান্নাঘরের উপাদানও রয়েছে এতে।
একটি বাটিতে ফ্রেশ অ্যালোভেরা জেল নিন বেশ খানিকটা। ভিটামিন ই- ৮০০ পাওয়ারের ক্যাপসিউল কেটে ভিতরের তরলটা অ্যালোভেরার জেলের সঙ্গে মিশিয়ে নিন। এর উপর এক চামচ আমন্ড অয়েল এবং গ্লিসারিন ঢেলে দিন। ভাল করে চামচ দিয়ে নাড়িয়ে নিন।
8
খানিক পরেই হালকা সবজেটে নীল রং পেলেই বুঝে যাবেন আপনার নাইট ক্রিম রেডি হয়ে গিয়েছে। এই ভিডিওটির সঙ্গে সুদীপা আরও কিছু তথ্য যোগ করেছেন ক্যাপশনে।
অভিনেত্রী-সঞ্চালক লিখেছেন, ‘আপনার নাইট ক্রিম তৈরি। বাড়িতেই। দিনে দু’বার করে এই ক্রিমটি মাখুন। আমাকে লিখে জানান, কেমন উপকার হচ্ছে এই ক্রিমে। আপনার ত্বকের জেল্লা লোকের চোখে পড়বেই। পরিবর্তে আমি কি পাচ্ছি? আপানদের ‘লাইক’ এবং শুভকামনা। এই ক্রিম আমার ত্বকে ম্যাজিকের মতো কাজ করেছে। আমার ৭৬ বছরের মা এব ৪ বছরের ছেলেকেও এই ক্রিমই মাখাই।’