TRENDING:

Sudipa Chatterjee Face pack tips: ঘরে তৈরি ফেসপ্যাক, রান্নাঘর থেকেই সুদীপার টোটকা, ফাঁস অভিনেত্রীর জেল্লার রহস্য!

Last Updated:

Sudipa Chatterjee Face pack tips: অভিনেত্রী-সঞ্চালক লিখেছেন, ‘এই ক্রিম আমার ত্বকে ম্যাজিকের মতো কাজ করেছে। আমার ৭৬ বছরের মা এব ৪ বছরের ছেলেকেও এই ক্রিমই মাখাই।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বয়স যত বাড়ছে, ত্বকের জেল্লা যেন আরও ঠিকরে পড়ছে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। পর্দার বাইরে যে তিনি নো মেসআপ লুকেও সুন্দরী, সে কথা স্পষ্ট হয় সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে। আজ সেই সুন্দরী তাঁর সৌন্দর্যের গোপন কথাটি গোপন রাখলেন না। ফাঁস করলেন তাঁর রূপচর্চার টোটকা।
সুদীপা চট্টোপাধ্যায়
সুদীপা চট্টোপাধ্যায়
advertisement

রাতে শুতে যাওয়ার আগে অনেকেই তো ক্রিম মাখেন। নাইট ক্রিম দোকান থেকে কিনে মাখেন। কিন্তু এবার সুদীপার এউ টোটকা অনুসরণ করে দেখুন তো। খরচও বাঁচবে, ত্বকেরও জেল্লা বাড়বে।

আরও পড়ুন: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

advertisement

সুদীপার রান্নাঘরের উপাদানও রয়েছে এতে।

একটি বাটিতে ফ্রেশ অ্যালোভেরা জেল নিন বেশ খানিকটা। ভিটামিন ই- ৮০০ পাওয়ারের ক্যাপসিউল কেটে ভিতরের তরলটা অ্যালোভেরার জেলের সঙ্গে মিশিয়ে নিন। এর উপর এক চামচ আমন্ড অয়েল এবং গ্লিসারিন ঢেলে দিন। ভাল করে চামচ দিয়ে নাড়িয়ে নিন।

8

খানিক পরেই হালকা সবজেটে নীল রং পেলেই বুঝে যাবেন আপনার নাইট ক্রিম রেডি হয়ে গিয়েছে। এই ভিডিওটির সঙ্গে সুদীপা আরও কিছু তথ্য যোগ করেছেন ক্যাপশনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অভিনেত্রী-সঞ্চালক লিখেছেন, ‘আপনার নাইট ক্রিম তৈরি। বাড়িতেই। দিনে দু’বার করে এই ক্রিমটি মাখুন। আমাকে লিখে জানান, কেমন উপকার হচ্ছে এই ক্রিমে। আপনার ত্বকের জেল্লা লোকের চোখে পড়বেই। পরিবর্তে আমি কি পাচ্ছি? আপানদের ‘লাইক’ এবং শুভকামনা। এই ক্রিম আমার ত্বকে ম্যাজিকের মতো কাজ করেছে। আমার ৭৬ বছরের মা এব ৪ বছরের ছেলেকেও এই ক্রিমই মাখাই।’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee Face pack tips: ঘরে তৈরি ফেসপ্যাক, রান্নাঘর থেকেই সুদীপার টোটকা, ফাঁস অভিনেত্রীর জেল্লার রহস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল