আর তখনই চাউর হয়েছিল হয়তো তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছেন ৷ তবে জানা যায় ছবির রেইকি এবং শ্যুটিংয়ের জন্য তাঁরা অরুণাচলে গিয়েছিলেন ৷ তবে কিছুদিন আগে নিউইয়র্কে হানিমুন কাটিয়ে ফিরলেন টলিউডের মোস্ট কুল কাপল রাজ-শুভশ্রী ৷ বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। তার পর সেখান থেকে বেরিয়ে মধুচন্দ্রিমার উদ্দেশে।
নিউ ইয়র্কে কোয়ালিটি টাইম কাটানোর বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী এবং রাজ ৷ এ বার সন্তানের সঙ্গে ছবি দিলেন নায়িকা ৷ তাঁর পোষ্য জিলাটোর সঙ্গে খুনসুটি করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী ৷ যদিও জিলাটোকে পোষ্য বলতে এতটুকু রাজি নন শুভশ্রী ৷ বরং তিনি নিজেকে জিলাটোর মা বলতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী ৷ আর গতকাল ছিল শুভশ্রীর সন্তানের জন্মদিন ৷ বেজায় খুশি ছিলেন নায়িকা ৷ শুভশ্রী যে তাকে কতোটা ভালোবাসেন তা বোধা গিয়েছে তাঁর পোস্ট থেকেই ৷