চারদিন ধরে সরগরম ছিল টলি পাড়া। আইবুড়ো ভাত থেকে শুরু করে, মেহেন্দি, নান্দীমুখ, গায়ে হলুদ সবই হয়েছে বাঙালি নিয়ম মেনে ৷ বিয়ের রীতি যাতে কোনও হেরফের না হয়, সেই জন্য বর্ধমান থেকে বাওয়ালি রাজবাড়িতে এসেছিলেন পুরোহিত ৷ ১১ মে রাতে এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান ৷ রাজ বিয়েতে কোন পোশাকে সেজে উঠছেন ৷ কিংবা কেমন ভাবে সাজছেন টলি-কুইন শুভশ্রী? এই নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ ছিল না ৷ তবে, দর্শক তথা পাঠকদের চাহিদা মতো রাজ ও শুভশ্রীর বিয়ের সব খবর থেকে শুরু করে ছবি জোগান দিয়ে গিয়েছে নিউজ এইটিন বাংলা ডট কম ৷
advertisement
দেখুন সেই ভিডিও
‘রাজশ্রী’ বিয়ের খবরে মেতেছিল গোটা বাংলা ৷ তাঁদের বিয়ের পর সাতদিন অতিক্রান্ত ৷ আজ অষ্টমদিনে পা দিয়েছে তাঁদের দাম্পত্য জীবন ৷ অর্থাৎ আজ রাজ চক্রবর্তী ও মিসেস রাজ চক্রবর্তীর ‘অষ্টমঙ্গলা’৷ আর অষ্টমঙ্গলার দিন সকালবেলায় নিজেদের বিয়ের ভিডিও অ্যালবাম শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ যেখানে বিয়ের দিনের সমস্ত সুন্দর মুহূর্তের কোলাজ দেখা গিয়েছে ৷