ফুলবাবু ইউভানের ছবি দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ ইনস্টাগ্রাম ও ফেসবুকে খুদের ভিডিয়োর নীচে মন্তব্যের স্রোত ৷ নেটিজেনরা আদর ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রাজ ও শুভশ্রীর ছেলেকে ৷ একাধিক সম্পর্কের ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর প্রেম ২০১৬ সালে ৷ দু’জনের বিয়ে তার দু বছর পরে ৷ ২০২০-র সেপ্টেম্বরে জন্ম ইউভানের ৷ জন্ম থেকেই নেটদুনিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু সে ৷ তাকে নিয়ে যে কোনও পোস্ট ভেসে যায় অনুরাগীদের মন্তব্যে ৷
advertisement
আপাতত স্বামী রাজ ও খুদে ইউভানকে ঘিরেই আবর্তিত হয় শুভশ্রীর সময় ৷ রাজের নির্বাচনী প্রচারেও সঙ্গী হয়েছিলেন তিনি ৷ ব্যারাকপুরের বিধায়ক হওয়ার পর রাজের ব্যস্ততা এখন তুঙ্গে ৷ এই তারকা বিধায়কের অবসরও জুড়ে থাকে খুদে ইউভান ৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যমণি এই তারকা পরিবার ৷ রাজ ও শুভশ্রী তো বটেই! সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় তাঁদের ছেলে ইউভানও ৷ অনেক নেটিজেন তো তাকে ‘টলিউডের তৈমুর’-ও বলেন !
কিছু মাস আগে শুভশ্রী ছবি শেয়ার করেছিলেন তৈমুরকে নিয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করার ৷ ছেলেকে কোলে বসিয়েই আটপৌরে বেশে গাছের চারা পুঁতছিলেন তিনি ৷ সেই ছবিও নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিল ৷
শুধু ভালবাসা, ভাললাগার প্রতিক্রিয়া জানিয়েই থেমে যান না নেটিজেনরা ৷ খেয়াল রাখেন ইউভানের ভলমন্দেরও ৷ কিছু দিন আগে শুভশ্রী ছবি দিয়েছিলেন ঘুমন্ত ইউভানের ৷ দেখে নেটিজেনদের একাংশ শুভশ্রীকে বলেন, ঘুমন্ত শিশুর ছবি তুলতে নেই ৷ তিনি যেন ঘুমন্ত ইউভানের ছবি আর শেয়ার না করেন ৷ অনেকে প্রশ্ন করেন, শিশুর জন্য বড় বালিশ ব্যবহার করা নিয়েও ৷ শুভশ্রীকে মনে করিয়ে দেন, বাঙালি বাড়িতে শিশুদের জন্য সর্ষের বালিশ ব্যবহার করার পুরনো রীতিও ৷ সবমিলিয়ে, ছোট ইউভান এখন ভার্চুয়াল দুনিয়ায় নেটিজেনদের একান্ত আপন ৷