ছেলে যুভানকে নিয়ে শুভশ্রীর একটা ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী৷ একেবারে নো-মেকআপ লুকে রয়েছেন নায়িকা৷ রবিবারের সকালে নিয়ম মাফিক খেলতে যাচ্ছেন তাঁরা৷ শুভশ্রীর সঙ্গে রয়েছে র্যাকেট৷ এক হাতে তিনি ধরে রয়েছেন ছেলেকে৷ এখানে তিনি একেবারে মায়ের ভূমিকায়৷ খুব সাধারণ পোশাকেও রয়েছেন তিনি৷ পরিচালক স্বামী যে মোবাইল ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছেন, তাতে যেন কোন হেলদোল নেই তাঁর৷ বরং তিনি ধীরে ধীরে ছেলের হাত ধরে শিঁড়ি দিয়ে নামছেন৷ ছেলেকেও বলছেন সামলে হাঁটতে৷ ঠিক যেভাবে এই বয়সের বাচ্চাদের শেখান মায়েরা, শুভশ্রীও সেই কাজটাই করছেন৷ মাকে কাছে পেয়ে খুশি ইউভানও৷ এরপর দু’জনে মিলে গাড়িতে উঠে পড়লেন৷ ছেলেকে কোলে নিয়ে বসলেন মা৷ সঙ্গে গেলেন রাজও৷
advertisement
অনেকদিন পর দেখা মিলল ইউভানের৷ এখন যেন একটু গম্ভীর মুখে থাকতে পছন্দ করে সে৷ কেউ বিরক্ত করলে, বা কিছু পছন্দ না হলে গলা চড়াতেও পারে৷ ভিডিওয়ে তেমন দেখাও গিয়েছে৷ আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের পছন্দ-অপছন্দ বোঝাতে শুরু করে খুদেরা৷ ইউভানও ব্যতিক্রম নয়৷ বাবা-মা দু’জনেই জনপ্রিয়, সুপরিচিত৷ তবে ইউভানের উপর তার পড়তে দেন না তাঁরা৷ সাধারণ আর পাঁচটা বাচ্চার মত ছেলেকে মানুষ করছেন রাজ-শুভশ্রী৷
আরও পড়ুন Bollywood Drug Case:রেভ পার্টি, ড্রাগ সেবন, বলি অভিনেতার ছেলে আটক
কয়েক মাস আগে সপরিবারে পুরী গিয়েছিলেন রাজ৷ সেখানে গিয়ে মস্তক মুন্ডন করা হয় ইউভানের৷ তারপর ধীরে ধীরে মাথায় চুল গজিয়েছে তার৷ ফলে মুখের ভাবেও অনেক বদল এসেছে৷ কিন্তু সেই সারাল্য রয়েছে, একই ভাবে আদুরে ইউভানকে নিয়ে নেটিজেনদের মাতামাতিও বজায় রয়েছে৷
