শুভশ্রীর পোস্ট করা ভিডিওতে নীল রঙের হাই থাই স্লিটে দেখা গিয়েছে৷ পায়ে সবুজ রঙের রঙের পেন্সিল হিল জুতো, কানে বড় দুল, মাথায় উচু করে বাঁধা চুল, অভিনেত্রীর চোখের আদায় ঘুম উড়েছে অনুরাগীদের৷ লাইকও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তবে এত তাড়াতাড়ি কী করে এতটা মেদ ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হলেন, তা জানতে চেয়েছেন ভক্তরা৷ মেদহীন ফিগারে মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী৷
advertisement
আরও পড়ুন-সারা শরীরে তারের বেড়াজাল, এ কী হাল হয়েছে উরফির, দেখে শিউরে উঠলেন ভক্তরা
আরও পড়ুন-অন্তঃসত্ত্বা নাকি ভিকির সঙ্গে দূরত্ব! কেন নিজেকে আড়ালে রেখেছেন ক্যাটরিনা, আসল কারণ চমকে দেবে
রিল ভিডিওতে মোহময়ীর রূপের ছটায় কুপোকাত হয়েছেন ভক্তরা৷ ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি নায়িকার। শরীরের বাড়তি ওজন নিয়ে বারবার ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী৷ তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী। বর্তমানে ফ্যাশন স্টেটমেন্টে যেমন তাক লাগাচ্ছেন পাশাপাশি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ভক্তদের চমকে দিয়েছেন রাজ ঘরনি। ‘ইন্দুবালা’ হয়ে ওয়েব প্ল্যাটফর্মে ফিরেছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রে দেখা গেছে। প্রথম লুকেই যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।