TRENDING:

সিঁদুরে, সোহাগে মাখামাখি...শুভশ্রী মাতলেন সিঁদুর খেলায়, সঙ্গে রাজ ! দেখুন ভিডিও--

Last Updated:

দেখুন শুভশ্রীর সিঁদুর খেলার ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ বিজয়া দশমী। মা চলে যাচ্ছেন। আবার একটা বছরের অপেক্ষা। এদিন উমাকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বরণ করেন মহিলারা, মাতেন সিঁদুর খেলায়। বিয়ের পর এটাই দ্বিতীয় দুর্গাপুজো শুভশ্রীর। সেলেব্রিটি ইমেজ থেকে শতহাত দূরে, ঠিক পাশের বাড়ির মেয়েটার মতোই 'পরাণ যায় জ্বলিয়া রে' স্টার পাড়ার প্যান্ডেলে, প্রতিবেশীদের সঙ্গে মাতলেন সিঁদুর খেলায়। সঙ্গে অবশ্যই রাজ! শুভশ্রীর থেকে চোখ ফেরানো দায়। লাল পাড় সাদা এক্কেবারে ট্র্যাডিশনাল শাড়ি, গা ভর্তি সাবেকী সোনার গয়ানা, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।
advertisement

দেখে নিন শুভশ্রীর সিঁদুরখেলার ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাদার উপর মেরুন সসুতোর কাজের পাঞ্জাবী...শুভশ্রীর পাশাপাশি রাজ চক্রবর্তীও আগাগোড়া ট্র্যাডিশনাল 'লুক'-এ। সপ্তমীর সকালেও একেবারে পারফেক্ট বাঙালি বধূর রূপে ফ্রেমবন্দী হয়েছিলেন শুভশ্রী, সঙ্গে রাজ ৷ কপালে লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদু, লাল-কালো পাড় সাদা শাড়িতে অপরূপা শুভশ্রী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁদুরে, সোহাগে মাখামাখি...শুভশ্রী মাতলেন সিঁদুর খেলায়, সঙ্গে রাজ ! দেখুন ভিডিও--