TRENDING:

Tollywood| Mega Serial|| জনপ্রিয় ব্লগার রিয়াজ এ বার গৌরবের ভাই, 'গাঁটছড়া' বাঁধতে গিয়েই শুরু গোলমাল

Last Updated:

New Mega Serial in Tollywood: স্টার জলসায় (Star Jalsa) আসছে নতুন ধারাবাহিক (Mega Serial) ‘গাঁটছড়া’।অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য এবং নবাগত অভিনেতা রিয়াজ লস্কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্টার জলসায় (Star Jalsa) আসছে নতুন ধারাবাহিক (Mega Serial) ‘গাঁটছড়া’। স্নিগ্ধা বসু-সানি ঘোষ প্রযোজিত ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chattopadhyay) এবং অভিনেত্রী শোলাঙ্কি রায়। এই দুই তারকা ছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য এবং নবাগত অভিনেতা রিয়াজ লস্কর (Bangla News)। রিয়াজ জনপ্রিয় ব্লগার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পরিচিত মুখ। ইউটিউব, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি রিয়াজ লস্কর এবং অভিনেতা সায়ক চক্রবর্তীর ইউটিউব চ্যানেল 'Lets Start'-র সাবস্ক্রাইবার সংখ্যা 100K পেরিয়েছে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পরিচালক 'মন ফাগুন'-র পরিচালক সৌমেন হালদার।
শোলাঙ্কি,গৌরব এবং রিয়াজ।
শোলাঙ্কি,গৌরব এবং রিয়াজ।
advertisement

অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের (Bangla News) নতুন এই ধারাবাহিক শুরু হবে বিয়ে দিয়ে। একেবারে পারিবারিক গল্প। পরিবারের তিন ভাইয়ের জীবনের নানা ঘাত-প্রতিঘাত, প্রেম-ভালবাসা নিয়ে আবর্তিত হবে ধারাবাহিকের গল্প। তবে কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধবে, আর তাতে যে কী কী গোলমাল বাঁধবে, তা দেখতে জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সব ঠিক থাকলে নভেম্বরেই শুরু হবে শুটিং।

advertisement

আরও পড়ুন: পঞ্চাশের কোঠাতেই থামল লড়াই! প্রয়াত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা

ধারাবাহিকে (Bangla Serial) বড় ভাই গৌরব চট্টোপাধ্যায়, মেজভাই অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। এটাই রিয়াজের প্রথম পর্দায় অভিনয়। রিয়াজ সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হওয়ায় খুব তাড়াতাড়ি পর্দায় কমবয়সী দর্শকদের মন জয় করে নেবেন, তা বলাই বাহুল্য। প্রথমবার ধারাবাহিকে অভিনয়ের আগে  স্বাভাবিকভাবেই ভীষণ উৎসাহী রিয়াজ। তবে তাঁর এই সুযোগ প্রথমবার নয়। দু'বছর আগে প্রথমবার মিডিয়া হাউজ থেকে ডাক পেয়েছিলেন। কিন্তু বয়স কম হওয়া আর বাড়ি কলকাতায় না হওয়ায়, মা একা ছাড়তে চাননি। তারপর থেকে একাধিকবার ডাক এসেছে, কিন্তু নিজেই না করে দেন মায়ের কথা ভেবে। সেই সময়ে কাছের এক বন্ধু বারে বারে বুঝিয়ে রাজি করান শেষ পর্যন্ত। ছেলে জনপ্রিয় হয়েছে টিকটক-ইউটিউবের দৌলতে, রাস্তায় বেরোলে সকলে চিনতে পারছে, বুঝতে পেরে বরফ গলেছে ধীরে ধীরে। ফলে এ বারে  অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ডাক আর ফেরাতে হয়নি।বাড়িতে বলতেই রাজি হয়ে গিয়েছেন মা।

advertisement

আরও পড়ুন: বলিউডে ফের করোনার থাবা, প্রয়াত অভিনেতা ইউসুফ হুসেন!

News 18 বাংলা ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে রিয়াজ বলেন, "টিকটক ছিল যখন, সেখানে কন্টেন্ট বানাতাম। ইউটিউবার হিসেবে শুরু করলাম, সেখানেও প্রচুর মানুষের ভালবাসা পেয়েছিল। মাত্র ৩ মাস আগে সায়কের (সায়ক চক্রবর্তী) সঙ্গে মিলে ইউটিউব চ্যানেল তৈরি করলাম। মানুষের ভালবাসায় 100K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে চ্যানেলের। ইউটিউব থেকে সিলভার বটন পেয়েছি। এ বারে নতুন পথ চলা। আশা করি সকলের ভালবাসা পাব।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood| Mega Serial|| জনপ্রিয় ব্লগার রিয়াজ এ বার গৌরবের ভাই, 'গাঁটছড়া' বাঁধতে গিয়েই শুরু গোলমাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল