কিন্তু ‘কপ ইউনিভার্স’-এর ছবি বলে কথা, অ্যাকশন সিক্যুয়েন্সে অভিনয় করবেন কীভাবে রাজ ঘরনি? তার মানেই কি সৃজিতের সঙ্গে প্রথম কাজে বাধা? সৃিজত এবং শুভশ্রী একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন, পরের ছবিতে আবার জুটি বাঁধবেন নায়িকা-পরিচালক। এবারের মতো একসঙ্গে কাজ করা হল না দু’জনের।
আরও পড়ুন: শ্যুটে দৌড়ঝাঁপ, সিঁড়ি ভাঙার পরেই বুকে ব্যথা সৃজিতের! হার্ট চেকআপের পর কী জানালেন পরিচালক
advertisement
নিউজ18 বাংলাকে সৃজিত বললেন, ‘‘নির্মাতার কাছে ছবি অবশ্যই সন্তানসম। কিন্তু ‘সম’। জীবনের থেকে বড় তো কিছু হতে পারে না। তাই শুভশ্রীর এই খবরে অত্যন্ত আনন্দিত আমি। কোনও ভাবেই সমস্যায় পড়ার কোনও প্রশ্নই ওঠে না। অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। কিন্তু ও তো আরও ছবি করবে। আমারও অ্যাঞ্জিওগ্রামে কোনও ব্লক পাওয়া যায়নি, অর্থাৎ এটা আমার শেষ কাজ নয় (হেসে)। পরবর্তীতে নিশ্চয়ই কাজ আমরা করব।’’
আরও পড়ুন: ‘আদৌ অন্তঃসত্ত্বা শুভশ্রী? নাকি সবটাই ছবির প্রচার?’ রাজকে হঠাৎ আক্রমণ
সৃজিত জানালেন, গল্পে মৈত্রেয়ী চরিত্রকে একাধিক অ্যাকশন সিক্যুয়েন্সে অভিনয় করতে হবে। কায়িক পরিশ্রম করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে নায়িকাকে। পরিচালকের কথায়, ‘‘কিন্তু এখন শুভশ্রীর বিশ্রামের প্রয়োজন। ওকে আর রাজ (চক্রবর্তী)কে অনেক অনেক অভিনন্দন। অসম্ভব খুশির খবর এটা। এখন ছবির থেকে বেশি গুরুত্বপূর্ণ শুভশ্রীর সুস্বাস্থ্য, সন্তানের সুস্বাস্থ্য। কাজ আমরা আবার করব। শুভশ্রী অবশ্যই সুঅভিনেত্রী, কিন্তু একমাত্র তো নয়। আরও ভাল অভিনেত্রীরা আছেন। তাই সমস্যায় পড়েছি কখনওই বলব না।’’
ইতিমধ্যে জয়া আহসানকে এই ছবির চিত্রনাট্য পাঠানো হয়ে গিয়েছে। চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে। ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’র পর ২০২৩-এ ফের একজোট হচ্ছেন সৃজিত-জয়া। এখন কেবল কাজ শুরুর অপেক্ষা।