TRENDING:

Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! সৃজিতের নতুন ছবিতে আটকে গেল ভুঁড়ি ! তারপর...

Last Updated:

Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! তারপর? ভুঁড়ি এল কোথা থেকে? কী হল সৃজিত মুখোপাধ্যায়ের...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। টলিউডের এই সময়ের সব থেকে জনপ্রিয় পরিচালক। সৃজিতের ছবি মানেই সুপার-হিট। টলি তারকারা আজকাল সৃজিতের ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। একের পর এক ছবি করে চলেছেন এই পরিচালক। হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু মেয়ে আইরাকে সময় দিতে ভুললেন না সৃজিত।
advertisement

আজ পয়লা এপ্রিল। এমনিতেই এই দিন সকলকে এপ্রিল ফুল করা এই দিনের প্রচলিত রীতি। তবে সৃজিত(Srijit Mukherji) তা করেননি। সত্যিই মেয়েকে নিয়ে গেলেন আইসক্রিম খেতে। সঙ্গে ছিলেন মিথিলার বাবা। সৃজিত এই ছবি ট্যুইটারে পোস্ট করে লেখেন, "বাবা বেবি ও শ্বশুরমশাই।"

advertisement

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত এবং সোলাঙ্কি অভিনীত ছবি 'বাবা-বেবি-ও'। সেই ছবির নামের সঙ্গেই মিলিয়ে ক্যাপশন দিলেন ছবির। ছবিতে একটি শার্ট পরে থাকতে দেখা গেল সৃজিতকে। কিন্তু যত মুশকিল করলো ওই শার্ট। আইসক্রিম খেতে গিয়ে হালকা পেট উঁকি দিল শার্টের ফাঁকে। ব্যস আর যাবে কোথায়। এক ভক্ত লিখে বসলেন, "ভুঁড়ি আর মানছে না।" তবে এখানেই শেষ নয়, ফোনেটিকে শ্বশুরমশাই লিখতে গিয়ে একটা 'w' বেশি পড়েছে। ব্যস তা নিয়েও লোকের কমেন্ট। সে যাই হোক এই ছবি কিন্তু এখন সুপার ভাইরাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

প্রসঙ্গত এই ছবিতে সৃজিতের(Srijit Mukherji) শ্বশুর মশাইকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। পরিচালকের শ্বশুরবাড়ি বাংলাদেশে। মিথিলাকে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৃজিত। সেখানকার খাবারের প্রশংসায় মেতেছেন বহুবার। শ্বশুরবাড়িতে তাঁর আদর একেবারে অন্যরকম। এই ছবি দেখে বোঝা যাচ্ছে সৃজিতও আদর আপ্যায়ণে কম যান না। প্রসঙ্গত মিথিলাও কিন্তু এখন সিনেমার ব্যস্ত-তম অভিনেত্রী। 'মন্টু পাইলট ২'-তে সামনেই দেখা যাবে তাঁকে। এছাড়াও বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর হাতে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! সৃজিতের নতুন ছবিতে আটকে গেল ভুঁড়ি ! তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল