বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেন সৃজিত। দেখা যায়, সাদা পাতায় কাঁপা কাঁপা হাতে প্রবীণ পরিচালক লেখেন 'ছবি কিন্তু হবে'। মাত্র তিনটি শব্দের মাধ্যমেই জীবনের শেষ সময়ে নিজের মনের ভাব প্রকাশ করেছিলেন তিনি। ছবিটি দিয়ে সৃজিত লেখেন, 'মৃত্যুর চার দিন আগে এটি লিখেছিলেন প্রবীণ পরিচালক। উনি কথা বলতে পারছিলেন না বলে লিখে নিজের মনের ভাব ব্যক্ত করতেন। আমার মনে হয় তিনি বলতে চেয়েছিলেন যা-ই হোক না কেন ছবি তৈরি হবে। উনি বোধ হয় ওঁর শেষ করতে না পারা ছবিটির কথা বোঝাতে চেয়েছিলেন। সেই ছবিটির প্রস্তুতি তিনি শুরু করেছিলেন।'
advertisement
আরও পড়ুন: পাঠানের সুনামিতে ভাসছে গোটা দেশ! মুক্তির দিনেই কত টাকার ব্যবসা করবে ছবিটি? শুনলে আকাশ থেকে পড়বেন
আরও পড়ুন: আলিয়া ভাট থেকে অর্জুন কাপুর... সঙ্গীকে ছেড়ে সময় কাটাচ্ছেন বিশেষ একজনের সঙ্গে! কে সে?
আরও যোগ করেন সৃজিত। তিনি লেখেন, 'তাঁর এই লেখা আমার মতো সিনেযোদ্ধাদের লড়ে যাওয়ার সাহস জোগাবে।'
সৃজিতের এই পোস্ট দেখে আবেগঘন অসংখ্য সিনেপ্রমী। ঘটনাচক্রে 'বিশ্ব সিনেপ্রেমী দিবস'-এর এক দিন আগে এই ছবিটি পোস্ট করেন সৃজিত। আপাতত আরও এক কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনীচিত্র 'পদাতিক'-এর প্রস্তুতিতে ব্যস্ত তিনি।