পাঠানের সুনামিতে ভাসছে গোটা দেশ! মুক্তির দিনেই কত টাকার ব্যবসা করবে ছবিটি? শুনলে আকাশ থেকে পড়বেন

Last Updated:
এই রকম পরিস্থিতিতে বণিজ্য ও প্রদর্শনী (trade and exhibition sector)বিভাগ আশা করছে ২৫ জানুয়ারি অর্থাৎ পাঠান মুক্তির প্রথম দিনেই মোটামুটি ৩৯ থেকে ৪১ কোটির ব্যবসা করে ফেলবে পাঠান।
1/6
অপেক্ষার আর মাত্র ছয় দিন। এবার বড় পর্দায় ঝড় তুললে আসছেন পাঠান শাহরুখ খান। সঙ্গী দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। পাঠান বেশে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন অভিনেতার অগুনতি ভক্ত। পাঠান নিয়ে দর্শক সহ হল মালিক ও গোটা টিমের প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে।
অপেক্ষার আর মাত্র ছয় দিন। এবার বড় পর্দায় ঝড় তুললে আসছেন পাঠান শাহরুখ খান। সঙ্গী দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। পাঠান বেশে শাহরুখকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন অভিনেতার অগুনতি ভক্ত। পাঠান নিয়ে দর্শক সহ হল মালিক ও গোটা টিমের প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে।
advertisement
2/6
বৃহস্পতিবার পর্যন্ত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা দেখেই ছবির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা।
বৃহস্পতিবার পর্যন্ত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা দেখেই ছবির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা।
advertisement
3/6
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।
advertisement
4/6
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত   INOX-এ ৫১ হাজার, PVR-এ ৩৮ হাজার এবং Cinepolis-এ ২৭ হাজার টিকিট বিক্রি হয়েছে৷
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত INOX-এ ৫১ হাজার, PVR-এ ৩৮ হাজার এবং Cinepolis-এ ২৭ হাজার টিকিট বিক্রি হয়েছে৷
advertisement
5/6
এই রকম পরিস্থিতিতে বণিজ্য ও প্রদর্শনী (trade and exhibition sector)বিভাগ আশা করছে ২৫ জানুয়ারি অর্থাৎ পাঠান মুক্তির প্রথম দিনেই মোটামুটি ৩৯ থেকে ৪১ কোটির ব্যবসা করে ফেলবে পাঠান।
এই রকম পরিস্থিতিতে বণিজ্য ও প্রদর্শনী (trade and exhibition sector)বিভাগ আশা করছে ২৫ জানুয়ারি অর্থাৎ পাঠান মুক্তির প্রথম দিনেই মোটামুটি ৩৯ থেকে ৪১ কোটির ব্যবসা করে ফেলবে পাঠান।
advertisement
6/6
২৫ জানুয়ারি মুক্তির পরেই বক্স অফিস কালেকশনের হিসাব স্পষ্ট হয়ে যাবে। বিশষজ্ঞদের অনুমান ঠিক হল কিনা তা বুঝতে অপেক্ষা আর কিছুদিনের। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর উইকেন্ড পাঠানের হাত ধরে বক্স অফিসে লক্ষ্মীলাভের সেরা সময় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে পাঠান একদিকে যেমন বলিউডের বহু প্রতিক্ষীত একটি মুভি, ঠিক তেমনই বহু বিতর্কিতও বটে। পাঠানের বিতর্কের আঁচ পড়েছে শাহরুখের পরবর্তী ছবি ডাঙ্কির সেটেও। বয়কট বিতর্কের মাঝে উন্মাদনাও বাড়ছে এই ছবি ঘিরে।
২৫ জানুয়ারি মুক্তির পরেই বক্স অফিস কালেকশনের হিসাব স্পষ্ট হয়ে যাবে। বিশষজ্ঞদের অনুমান ঠিক হল কিনা তা বুঝতে অপেক্ষা আর কিছুদিনের। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর উইকেন্ড পাঠানের হাত ধরে বক্স অফিসে লক্ষ্মীলাভের সেরা সময় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে পাঠান একদিকে যেমন বলিউডের বহু প্রতিক্ষীত একটি মুভি, ঠিক তেমনই বহু বিতর্কিতও বটে। পাঠানের বিতর্কের আঁচ পড়েছে শাহরুখের পরবর্তী ছবি ডাঙ্কির সেটেও। বয়কট বিতর্কের মাঝে উন্মাদনাও বাড়ছে এই ছবি ঘিরে।
advertisement
advertisement
advertisement