TRENDING:

Rafiath Rashid Mithila-Srijit Mukherji: অন্য সম্পর্কে সৃজিত? মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে জেরবার! অবশেষে মুখ খুললেন পরিচালক

Last Updated:

Rafiath Rashid Mithila-Srijit Mukherji: ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তার পর ২০১৯ সালে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একবার নয়, বারবার৷ এই একই গুঞ্জনে বিধ্বস্ত হয়েছেন টলিউডের তারকা দম্পতি। ফের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা রফিয়াত রশিদ মিথিলার নাকি ঘর ভাঙছে। শোনা গিয়েছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পরিচালক। আর সেই কারণেই নাকি তাঁর থেকে ডিভোর্স চাইছেন মিথিলা। শুধু তা-ই নয়, কয়েক মাসের মধ্যে মেয়ে আয়রাকে নিয়ে ফের বাংলাদেশে ফিরে যাবেন। কলকাতাকে বিদায় জানাবেন নাকি মিথিলা।
রফিয়াত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়
রফিয়াত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়
advertisement

দুই বাংলা জুড়ে কানাঘুষো চলছে পরিচালক ও অভিনেত্রীর দাম্পত্য নিয়ে। নিউজ18 বাংলা যোগাযোগ করল সৃজিতের সঙ্গে। এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে পরিচালক সরাসরি বললেন, ‘‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনও ভিত্তি নেই। মধ্যপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত আমি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’’

আরও পড়ুন: ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরতিতে এ কী হাল তারকার! নায়কের ছবি দেখে আঁতকে নেটপাড়া, চিনতে পারছেন কি

advertisement

অন্যদিকে বাংলাদেশের এক সংবাদমাধ্যম মিথিলাকে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে তিনিও তাঁর স্বামীর সুরেই সুর মিলিয়েছেন। বাংলাদেশি অভিনেত্রী জানিয়েছেন, সৃজিত কাজের সূত্রে বাইরে থাকেন, তিনিও নতুন ছবি নিয়ে ব্যস্ত। তাই তাঁদের একসঙ্গে দেখা যায় না খুব বেশি। আর সেই ফাঁকে তাঁদের নিয়ে এসব রটে। তিনিও এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ তকমা দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তার পর ২০১৯ সালে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। আগের পক্ষের স্বামী তাহসানের সঙ্গে মিথিলার এক কন্যা আয়রা। কলকাতায় এসে নতুন ভাবে সংসার পাতেন মিথিলা। আয়রাকে নিজের মেয়ের মতোই ভালবাসেন সৃজিত।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rafiath Rashid Mithila-Srijit Mukherji: অন্য সম্পর্কে সৃজিত? মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে জেরবার! অবশেষে মুখ খুললেন পরিচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল