TRENDING:

মিথিলা ও মেয়ে আয়রাকে নিয়ে পার্কস্ট্রিটে বর্ষবরণের উৎসবে মাতলেন সৃজিত মুখোপাধ্যায়

Last Updated:

মেয়ে আয়রা ও স্ত্রী মিথিলাকে নিয়ে তিনি ঘুরতে গেলেন পার্কস্ট্রিট। এই সময়টা পার্কস্ট্রিটের এক আলাদা মেজাজ ধরা পড়ে প্রতি বছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিষে বিশ ২০২০ শেষ। এই বছরটা সবার জন্যই গোটা বিশ্ববাসীর জন্য খুব খারাপ ছিল। তার কারণ করোনা। তবে ২০২১ শুরু হতে না হতেই মানুষের মনে আশার আলো জাগছে। তার একটা বড় কারন ভ্যাকসিন আসার সুখবর। যদিও করোনা স্ট্রেন নিয়ে ফের ভাবতে হচ্ছে সকলকে। তবুও আশা করা যাচ্ছে কাবু করা যাবে করোনাকে। আর তাই মানুষ মেতেছে বর্ষবরণের উৎসবে। টলি থেকে বলি সেলেবরাও সামিল হয়েছেন এই আনন্দে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও সামিল হলেন বর্ষবরণের খুশিতে।
advertisement

মেয়ে আয়রা ও স্ত্রী মিথিলাকে নিয়ে তিনি ঘুরতে গেলেন পার্কস্ট্রিট। এই সময়টা পার্কস্ট্রিটের এক আলাদা মেজাজ ধরা পড়ে প্রতি বছর। এবছরও তার অন্যথা হয়নি। করোনা বিধি মেনেই মানুষ সামিল হয়েছেন এই আনন্দে। পার্কস্ট্রিট আলোয় সেজে উঠেছে। হাজার হাজার মানুষ নেমেছেন আলোর রাস্তা দেখতে। সেই রাস্তাতেই স্ত্রী ও মেয়েকে নিয়ে গেলেন সৃজিত। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন পরিচালক। মিথিলা ও আয়রার সঙ্গে সেলফি তুললেন। শেয়ার করে লিখলেন, " পার্কস্ট্রিট জমকালো, কাগোজে হেডিং। সব আমাদের জন্য।" এই ছবি ও লেখাতে স্পষ্ট হয়েছে তাঁদের আনন্দ। ভয় কাটিয়ে এবার বেড়িয়ে পরার সময়। আর কতই বা সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখা সম্ভব। তবে সাবধানতা মানতেই হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, বিয়ের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে গিয়েছিলেন মিথিলা। তারপরেই হঠাৎ লকডাউন। সেখানে নিজের বাপের বাড়িতেই আটকে পড়েন মিথিলা। গোটা লকডাউন ওখানেই কাটাতে হয়েছে তাঁদের। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে তাঁরা বুঝিয়েছেন একে অপরকে কতটা মনে করছেন ! লকডাউন হালকা হতেই ফিরে আসেন মিথিলা। ছোট্ট আয়রাকে নিয়ে তাঁদের এখন সুখের সংসার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মিথিলা ও মেয়ে আয়রাকে নিয়ে পার্কস্ট্রিটে বর্ষবরণের উৎসবে মাতলেন সৃজিত মুখোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল