সেই পোস্টে সৃজিতের একটি ছবির সঙ্গে লেখা, 'চলে গেলেন সৃজিত মুখার্জি (Srijit Mukherji)।' নীচে ছোট করে লেখা, 'আইসোলেশনে'। এই পোস্টটি টুইটার থেকে পেয়েছেন সৃজিত। নিজেই শেয়ার করে লিখেছেন, 'টুইটারে পেলাম'। সঙ্গে কয়েকটি মজার ইমোজি ব্যবহার করেছেন তিনি। কিন্তু এই পোস্টে সৃজিতের অনুরাগীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই মনে করছেন, এই পোস্ট খুবই নিম্ন রুচির। অভিনেত্রী বিদিতা বাগ লিখছেন, 'আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। ঠিক হতে ৩০ মিনিট সময় লাগল।'
advertisement
আরও পড়ুন -বিয়ের এক মাসের মধ্যেই আইনি বিপাকে ভিকি! অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে
তবে অনেকেই আবার পাল্টা মজার কমেন্ট করেছেন। শিল্পী রূপম ইসলাম লিখেছেন, 'স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।' অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখছেন, 'সৃজিত মুখার্জি অমর রহে।' প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সৃজিত (Srijit Mukherji)। তিনি লেখেন, "কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।"
আরও পড়ুন- কোভিড পজিটিভ সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, এছাড়াও টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। তিনিও বলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন অবিলম্বে কোভিড পরীক্ষা করিয়ে নেন। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড পজিটিভ হওয়ার খবর আসে। যদিও তিনি ওমিক্রনে আক্রান্ত হননি। শনিবার রাতে জানা যায়, সৌরভ ডেল্টা প্লাস প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।