এবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেক্স র্যাকেটের সঙ্গে দক্ষিণী অভিনেত্রীদের যোগ থাকার খবর উঠে আসা নিয়ে মুখ খুললেন শ্রী রেড্ডি। শ্রী রেড্ডি জানান, তাঁকেও এই সেক্স র্যাকেটের আসরে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছিল অভিযুক্ত দম্পতি।
উল্লেখ্য, শিকাগোতে এই হাইপ্রোফাইল সেক্স র্যাকেটের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে দক্ষিণী প্রযোজক মগুদুমিদি কিষাণ ও তার স্ত্রী চন্দ্রার বিরুদ্ধে। সেক্স র্যাকেটের বিষয়ে মুখ খুলে শ্রী রেড্ডি জানান, এই দম্পতি ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন করত। প্রতি অভিনেত্রীকে ১০০০ থেকে ১০০০০ ডলার দেওয়া হত বলে দাবি শ্রী রেড্ডির।
advertisement
শিকাগো পুলিশের দাবি, হায়দরাবাদ থেকে মার্কিন মুলুকে এই অভিনেত্রীদের দেহ ব্যবসার কাজের জন্য় পাঠানো হত বলে খবর। এর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে হায়দরাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ এই ব্যক্তি অভিনেত্রীদের ছবি বিকৃতভাবে পোস্ট করত অনলাইন ডেটিং সাইটে। জানা যাচ্ছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিকাগোতে তলব করা হতে পারে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এক নামী অভিনেত্রীকে।