TRENDING:

ফেসবুকে নিজের মৃত্যুর খবর নিজেই শেয়ার করলেন শ্রীলেখা মিত্র !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘‘অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা ‘শ্রীল্যাখা’ মিত্র। এ ধরা ধামে তিনি স্বল্পকালের জন্য অবতীর্ণ হয়েছিলেন। যতদিন ছিলেন নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু সম্প্রতি জ্বরে কাবু হয়ে শহর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর কী এমন হল অভিনেত্রীর? উত্তর রয়েছে কেবল মাত্র রিপোর্টার করিমের কাছে।’’
advertisement

এমন বয়ানের ভয়েস ওভার আর শ্রীলেখা মিত্রের কিছু ছবির কোলাজ করে একটি ভিডিও ছড়িয়েছিল ইউটিউবে ৷

শ্রীলেখা মিত্রের সেই পোস্ট ৷

আর অভিনেত্রীর মারা যাওয়ার খবরের ভিডিও উৎকণ্ঠা ছড়িয়েছিল বহু গুণ ৷ আর সেই ভিডিও হু হু করতে ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় ৷ গত সপ্তাহের শুক্রবারই তো শ্রীলেখা মিত্র অভিনীত ‘রেইনবো জেলি’ মুক্তি পেয়েছে ৷ আর তার আগে ছবির প্রচারে সর্বক্ষণ দেখা গিয়েছে অভিনেত্রী ৷ এর মধ্যে হঠাৎ কী এমন হল, যে অভিনেত্রী মারা গিয়েছেন ৷ এই ভাবনা-চিন্তা মাথায় যখন বার বার তাঁর ভক্তদের মাথায় ঘুরপাক খাচ্ছে ৷ তখন ‘রেইনবো জেলির সাফল্য উপভোগ করতে করতেই নিজের ‘মৃত্যু’র খবর নিজের ফেসবুকে শেয়ার করলেন শ্রীলেখা নিজেই ৷

advertisement

আর এমন নির্মল গুজব সকলের সঙ্গে ভাগ করে নিয়ে মজা করে নিজের উদ্দেশেই R.I.P. লিখেছেন এই টলি-তারকা ৷

আর সেই পোস্টের নীচে হু হু করে কমেন্ট আসতে শুরু করে শ্রীলেখার শুভানুধ্যায়ীদের ৷ আর তাতে মজার প্রত্যুত্তর দিতে থাকেন শ্রীলেখাও ৷ কোথাও তিনি বলেন, ‘‘এস নীরবতা পালন করি ৷’’ আবার কোথাও লেখেন, ‘‘খুব কষ্ট হচ্ছে আমারও ওনার জন্য, আহা বেঁচে থাকতে এ সব শুনে গেলেন ৷’’ আসলে এমন ভুয়ো খবরে বেশ অবাক হয়েছেন শ্রীলেখা ৷ আর তাই তাঁর প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে মজার ভঙ্গিতে ৷ তবে শ্রীলেথার ওই পোস্টের পরই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভিডিওটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এই ভিডিও সামনে আসতেই বার বার ফোন আসছে শ্রীলেখার মোবাইলে ৷ আর শ্রীলেখা উত্তর দিয়ে যাচ্ছেন ‘বেঁচে আছি ৷’’ সোশ্যাল মিডিয়ায় এমন গুজব নতুন নয়। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার থেকে ইরফান খান- সকলকেই কমবেশি এমন গুজবের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোথাও একটা সীমা থাকা উচিত বলে মনে করেন অভিনেত্রী। বছর দুই আগে ভুয়ো ছবির জন্য নাজেহাল হতে হয়েছিল তাঁকে। আবার কিছুদিন আগেই আর্থিক জালিয়াতির শিকার হয়েছিলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেসবুকে নিজের মৃত্যুর খবর নিজেই শেয়ার করলেন শ্রীলেখা মিত্র !