প্রসঙ্গত এর আগে দু'দুটো বিয়ে ভেঙেছে নায়িকার। আর এই বিয়ে ভাঙা নিয়ে ট্রোলড হতে হয়েছে তাঁকে। সম্পর্ক ভাঙতেই পারে ! তা নিয়ে সত্যিই নোংরা ট্রোলড করার কোনও মানে হয় না। কে কিভাবে জীবন কাটাবে সেটা তাঁর সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু শ্রাবন্তী টলিউডের জনপ্রিয় নায়িকা, তাই তিনি কিছু করলেই তা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এবারও তেমন একটি পোস্ট ঘিরেই উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী তাঁর একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। যেখানে মন খারাপ মনে হচ্ছে তাঁকে দেখে। এই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, "কেউ সঠিক নয়', আর সেজন্যই পেনসিলের কাছে ইরেজার থাকে।' এই পোস্টের পর ইনস্টাতেই অনেকে কমেন্ট করেন, তাহলে কি মুছতে চাইছেন অভিনেত্রী? জীবনের কোন জিনিসটা তিনি সত্যিই ভুলে যেতে চান? রোশনকে ইঙ্গিত করেই সকলে প্রশ্ন করেন। এমনকি পোস্টেই বলা হয়, তাহলে কি সব মুছে নতুন কিছু শুরুর কথা ভাবছেন? যদি তাই হয়, তবে তাঁকে সামনের দিকে এগিয়ে যাতে বলেন অনেক ভক্তরা। তাঁর মন খারাপ করা মুখ ভালো লাগছে না, এ কথাও জানান তাঁকে। যদিও এ বিষয়ে জবাব দেননি শ্রাবন্তী। আপাতত ছেলে ঝিনুককে নিয়ে তিনি ভালো আছেন। নতুন কাজ করছেন। বেড়াতে যাচ্ছেন। ভালো থাকতে গেলে যা যা করা দরকার, সবই তিনি করছেন। জীবনের যে জিনিসটা যন্ত্রণা-দায়ক তা তো ভুলে যাওয়াই শ্রেয়। তবে এবার আর চট করে বিয়ে বা সম্পর্ক ভাঙা নিয়ে বা ঠিক হওয়া নিয়ে কথা বলতে চান না অভিনেত্রী।