দু'টো বিয়ে ভেঙে যাওয়ার পর শ্রাবন্তী রোশনকে ভালোবেসে বিয়ে করেন। সুখেই ছিলেন তাঁরা। হঠাৎই কানাঘুষো চলতে থাকে রোহনের থেকে আলাদা থাকছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি সরিয়ে দেন তাঁরা। শ্রাবন্তীর এর আগের দুটো বিয়ে ভাঙার সময় কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এমন যুদ্ধ চলেনি। রোশন ও শ্রাবন্তী সোশ্যাল মিডিয়াতে নানা ইঙ্গিতে বোঝাতে শুরু করেছেন, যে তাঁরা এবার বিচ্ছেদের পথেই হাঁটবেন।
advertisement
রোশনের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরে গিয়েছিল শ্রাবন্তীর ছবি। তবে ইনস্টা থেকে সরালেও ফেসবুক পেজে কিন্তু মাথা ভর্তি সিঁদুর নিয়ে রোশনের সঙ্গেই ছবি ছিল শ্রাবন্তীর। এই একটি ছবিই কিছুটা হলেও কনফিউসনে রেখেছিল সকলকে। যে মনোমালিন্য হয়েছে। তা মিটেও যেতে পারে। কিন্তু না। এবার শ্রাবন্তী তাঁর ফেসবুক পেজ থেকেও সরিয়ে দিলেন রোশনের ছবি। নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর ডিপি বদল দেখেই ফের সকলে প্রশ্ন করেন, তাহলে বিচ্ছেদে সিলমোহর বসালেন আপনি ? যদিও ব্যাপারে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে মনের মিল না থাকলে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনও মানে নেই। সে কথা শ্রাবন্তী কেন যে কোনও পরিণত মানুষই বোঝেন। আরও একটি বিষয় হল ইনস্টাগ্রামে শ্রাবন্তী নিজের সারনেমও বদলে ফেলেছেন।