বউ সাজা যেন আর কমছে না অভিনেত্রীর। হামেশাই নতুন কনের সাজে সকলকে চমকে দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন ৷ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। যেখানে দেখা যাচ্ছে,সিঁথিতে চওড়া সিঁদুর,কপালে বড় লাল টিপ, লাল টকটকে বেনারসি শাড়ি,গলায় মোটা চোকার হার, হাতে শাখা-পলা-বালা, একেবারে যেন নতুন কনে। নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ভিডিও ভাইরাল হতেই কটুক্তিতে ভরে গিয়েছে নেটদুনিয়ারা পাতা।
advertisement
আরও পড়ুন-শুধুমাত্র নেকলেসের দাম ২,০৪,০০,০০,০০০ টাকা! প্রিয়াঙ্কার কীর্তি অবাক করবে আপনাকে
আরও পড়ুন-'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন
টলিপাড়ার সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার ব্রাইডাল ফোটোশ্যুটে নতুন কনের সাজে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। শ্রাবন্তীর ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশন দেখে চোখ কপালে উঠবে যে কারোরই। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন- আবার বিয়ে। অন্য একজন লিখেছেন- আর কটা বিয়ে করবে। এই ধরনের নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে।