সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ‘থিরাগাবাদরা সামি’ ছবির প্রচারের সময় ছবি তোলার জন্য ক্যামেরার সামেন পোজ দিচ্ছিলেন নায়িকা এবং পরিচালক৷ ছবির পোজ দেওয়ার জন্যই পরিচালক রবি মানারার কাঁধে হাত রাখেন৷ তারপরই হঠাৎ করে মানারাকে চুম্বন করে বসেন রবি৷ অপ্রত্যাশিত এই ঘটনায় একেবারে হতবাক হয়ে যান মানারা৷ ভিডিওতে তাঁর অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কথা৷
advertisement
তবে পাপারাজ্জিদের দেখার পর হাসতে শুরু করে মানারা। নায়িকার পরিস্থিতি স্বাভাবিক করার এই প্রচেষ্টা নজর এড়ায়নি কারও৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পরিচালকের এহেন কাণ্ডের জন্য সমালোচনা করতে শুরু করেন নেটনাগরিকরা৷
একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি খুবই লজ্জাজনক কাজ।” অন্য এক ব্যক্তি লিখেছেন,‘‘এটা রীতিমতো যৌন হেনস্থা৷ হয়তো উনি হয়তো খুব লজ্জা পেয়েছেন, সবকিছু স্বাভাবিক দেখাবার চেষ্টা করছেন৷ তবে মনে মনে উনি নিশ্চই অত্যন্ত আঘাত পেয়েছেন৷’’
আরও পড়ুন: ‘এত যে টাকা দিলাম…’! রাজকে অচিরেই বলে উঠলেন শুভশ্রী, তা হলে কি বিবাদের শুরু
সোশ্যাল মিডিয়ায় ঘটনার নিন্দা করে আরও এক ব্যক্তি লিখেছেন,‘‘জঘন্য ঘটনা? এই ইন্ডাস্ট্রির উচিত প্রতিটি মি টু প্রতারকদের চিহ্নিত করা এবং ভৈরামুথুসের মতো ব্যক্তিদের বাড়তে দেওয়া মোটেই উচিত নয়৷’’ প্রসঙ্গত ভৈরামুথুস হলেন দক্ষিণের একজন বড় মিউজিক কম্পোজার৷ এই সঙ্গীত রচয়িতার ওপর মিটু আরোপ লাগে৷