হঠাৎ কেন এই অবস্থা হল ধনুষের তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ জানা গিয়েছে, নিজের পরবর্তী ছবির জন্যই এমন চেহারা করছেন ধনুষ৷ পরিচালক অরুণ মাথেস্বরণের পরিচালনায় ক্যাপ্টেন মিলার ছবিতে অভিনয় করছেন ধনুষ৷ এবং এই ছবির জন্যই এমন লুক করেছেন অভিনেতা৷ বড় চুল, দাড়িতে পুরো অচেনা লাগছে অভিনেতাকে৷ দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা চলছিল৷ অবশেষে জল্পনা কিছুটা হলেও মিটল৷ সূত্র বলছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শেষ করতে চলেছেন অভিনেতা৷ এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে৷ আপাতত নতুন ছবির লুক দেখে সকলেই হতবাক৷
advertisement
আরও পড়ুন-ফাঁস হয়ে গেল উরফির ‘বেডরুম সিক্রেট’, শুনলে রাতের ঘুম উড়ে যাবে
আরও পড়ুন-সর্বনাশ! এ কী করলেন শাহরুখ! গৌরীর ‘এই’ সিক্রেট ফাঁস করে দিলেন জনসমক্ষে, তারপর যা হল…
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল ধনুষ ও ঐশ্বর্য ২০২২ সালে জানুয়ারি মাসে তাদের বিচ্ছেদের ঘোষণা করে। যা শুনে রীতিমতো হতবাক হয়ে গেছিলেন ভক্তরা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ফের নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধনুষ। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ১৮ বছর সংসার করার পর সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছেন ধনুষ ও ঐশ্বর্য। তবে কার গলায় মালা দিতে চলেছেন ধনুশ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।