কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ‘মিঠাই’। ইতিমধ্যেই ধারাবাহিকের শ্যুট শেষ করেছেন অভিনেত্রী। তারমধ্যেই জানা গিয়েছে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই খবর সামনে আসতেই নানা রকম বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, অভিনেতা দেবের সঙ্গে ভাল সম্পর্ক থাকার কারণে এই কাজ পেয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে সৌমিতৃষা বলেন ” সবাই যা বলবে, আমরা সব মেনে নেব। হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। ওঁরা সবাই আমাকে ভীষণ স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা। সেটাই সবাই আগে দেখে। আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না।
advertisement
আরও পড়ুন: বলিউডে সঞ্চালকের ভূমিকায় স্যান্ডি! কোনও শো তে দেখা যাবে তাঁকে? দেখে নিন
সৌমিতৃষা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে “একটা কাজের পর আরেকটা কাজ পাওয়া সেটা কি শুধু সুসম্পর্কের জন্য সম্ভব? যোগ্যতা না থাকলে বোধহয় পাওয়া যায় না। তবে আমার ভাল লেগেছে। কারণ আমায় নিয়ে চর্চা হচ্ছে সে তো ভালই। আমি চর্চাতেই থাকতে চাই।”
আরও পড়ুন: ‘প্রেমে পড়া বারণ’ দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার ‘কবি স্কোয়ার’
অভিনেত্রী মতে নেগেটিভ কমেন্ট তাঁকে বেশি প্রভাবিত করতে পারেনা। সৌমিতৃষা বলেন “ভগবানের কৃপায় আমি জনপ্রিয়। আর যাঁরা জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তাঁদের নিয়ে সমালোচনা হয়। কারণ সেখানে এসে আরও কিছু মানুষ মন্তব্য করবে। জনপ্রিয় না হলে তো আর তা করবে না।”
সৌমিতৃষা জানান, তাঁর কাছে আরও বেশ কিছু ছবির প্রস্তাব এসে ছিল। একটি ছবি জুনেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি সেটি করতে পারেননি। আপাতত অভিনেত্রী নিজেকে সময় দিচ্ছেন। নিজের শরীরের খেয়াল রাখছেন। অগাস্ট থেকে শুরু হবে ‘প্রধান’-এর শ্যুটিং। তার আগে তিনি নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করে নিতে চাইছেন পর্দার মিঠাই।