নতুন চমক নিয়ে আসছে ‘মিঠাই’। গ্রামের সরল সহজ মেয়েটা শহরে এসেছিল মিষ্টি বিক্রি করতে। কিন্তু সে মিঠাই কোথায় এখন? বদলে মনোহরায় এসে উপস্থিত মিঠি। বিলেত ফেরত মিঠির ওয়েস্টার্ন ড্রেস, সঙ্গে জ্যাকেট। টপ নট চুলে হাওয়া দুলে মন ভুলে যায়... নতুন রূপে সৌমিতৃষাকে দেখে অবাক দর্শক। আর এই মিঠির সঙ্গেই প্রেমে মজবেন ‘মিঠাই’-এর উচ্ছেবাবু।
advertisement
আরও পড়ুন : বিপথগামী কুকুরদের সহায় বিক্রম! নয়া অবতারে চিনতে পারছেন অভিনেতাকে?
নয়া মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প। সন্তান এসেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের কোলে। 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু news18bangla.com-কে জানিয়েছেন, "টিআরপি-র জন্য আলাদা করে কিছু করা হয়নি। কারণ ওই হিসেবনিকেশ নিয়ে আমরা কখনওই ভাবিত ছিলাম না। টিআরপি কম এলে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাই। এ বারও তাই হয়েছে।"
আরও পড়ুন : আইনি জটে শাহরুখ অভিনীত 'জওয়ান'! চুরির অভিযোগ তামিল প্রযোজকের
তবে এই ভোলবদলে টিআরপি কি আগের জায়গায় ফিরবে? তা এই সপ্তাহের ফলই জানাবে দর্শকদের।