TRENDING:

Soumitrisha Kundu: দেবের সঙ্গে সিনেমার জন্য এত বড় 'ত্যাগ'! একঢাল চুল কেটে ফেললেন 'মিঠাই' সৌমিতৃষা

Last Updated:

Soumitrisha Kundu: দেবের 'প্রধান' ছবিতে নায়িকা হওয়ার জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সৌমিতৃষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুল কেটে ফেললেন মিঠাই
চুল কেটে ফেললেন মিঠাই
advertisement

যেদিন থেকে প্রকাশ্যে এসেছে সৌমিতৃষা কুণ্ডু দেবের নায়িকা হতে চলেছেন সে থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। সৌমিতৃষাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়তে অভিনেত্রীকে।সৌমিতৃষাকে সকলে চিনেছেন ‘মিঠাই’ নামেই। এই চরিত্রের সুবাদের আকাশ ছুঁয়েছে তাঁর জনপ্রিয়তা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। বড় পর্দায় অভিনয় করবেন তিনি। অভিজি‍ৎ সেন পরিচালিত ‘প্রধান’-এ দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে।

advertisement

আড়াই বছরের মাথায় শেষ হয়েছে এই মেগা। ধারাবাহিকে শেষ শ্যুটের দিন স্টুডিওতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে শ্যুট শেষের আগেই জানা যায় বড় পর্দায় দেখা যাবে সৌমিতৃষাকে, বিপরীতে দেব। ‘প্রধান’-এ থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে দেবের আত্মীয়ের চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেত্রীকে।কেন সৌমিতৃষাকে নেওয়া হল ‘প্রধান’-এ, তা নিয়ে একটি সংবাদ মাধ্যমকে দেব সাক্ষাৎকারে বলেন, “দেখুন আমি এখন ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। ‘বাঘাযতীন’-এ যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলায় পরিবর্তন আনতে হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নিতে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা বিজ্ঞাপনে সেটা লিখে দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। ‘প্রধান’-এও তাই। যে চরিত্র ওখানে দেখানো হবে, ওই চরিত্রটির সঙ্গে সৌমিতৃষা খুব ভাল ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসবে ‘প্রধান’। ছবিতে সৌমিতৃষা তো থাকছেনই। সঙ্গে দেখা যাবে ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundu: দেবের সঙ্গে সিনেমার জন্য এত বড় 'ত্যাগ'! একঢাল চুল কেটে ফেললেন 'মিঠাই' সৌমিতৃষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল