TRENDING:

Mithai: গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজের হাতে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও

Last Updated:

Mithai: রংবাহারি সে সব মিষ্টির ছবি শেয়ারও করেছেন সৌমিতৃষা৷ সেখানে হাতের স্পর্শে ফুটে উঠেছে ‘গোলাপ সন্দেশ’৷ আছে মিঠাইয়ের ভালবাসার জন ‘উচ্ছেবাবুর’ কথা মনে রেখে উচ্ছে সন্দেশও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অভিনয়ের পাশাপাশি ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার অ্যাকসেন্ট বা উচ্চারণভঙ্গিও খুব জনপ্রিয়৷ মিঠাইয়ের মিষ্টির স্বাদ ও জাদুতে দীর্ঘ দিন এই ধারাবাহিক ছিল টিআরপি তালিকার শীর্ষে৷ ধারাবাহিকের নাম যেহেতু ‘মিঠাই’, তাই মিষ্টি তো থাকবেই বিভিন্ন দৃশ্যে৷ সে সবই বাইরে থেকে তৈরি করানো৷ এ বার শ্যুটিঙের জন্য নিজেই মিষ্টি বানালেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু৷
Mithai
Mithai
advertisement

রংবাহারি সে সব মিষ্টির ছবি শেয়ারও করেছেন সৌমিতৃষা৷ সেখানে হাতের স্পর্শে ফুটে উঠেছে ‘গোলাপ সন্দেশ’৷ আছে মিঠাইয়ের ভালবাসার জন ‘উচ্ছেবাবুর’ কথা মনে রেখে উচ্ছে সন্দেশও৷ সে সব মিষ্টির ছবি দিয়ে সৌমিতৃষা লিখেছেন তিনি নিজের হাতে শটের জন্য বানিয়েছেন৷ এটা তাঁর একটা ছোট্ট চেষ্টা৷ একইসঙ্গে অভিনেত্রী উপলব্ধি, মিষ্টি তৈরি অত ‘ইজি’ না৷ জিলিপির প্যাঁচ দেওয়া, মনোহরার পাক, গোলাপজাম, ভালবাসা, উচ্ছেবাবু মিষ্টি তৈরির মধ্যে দিয়ে তিনি বুঝেছেন কত পরিশ্রম লুকিয়ে আছে ‘ময়রা’ শব্দের মধ্যে৷ তাঁদের মতো ময়রারাও শিল্পী, অনুভব মিঠাইয়ের৷ মিষ্টির কারিগরদের প্রণাম জানিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন : গরমে নিষ্প্রাণ, ঘেমো চুলের দুর্গন্ধ দূর করে জেল্লা ফিরিয়ে আনুন সামান্য এই দুটি জিনিসে

‘মিঠাই’-এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা ৷ আপাতত ‘মিঠাই’ পরিচয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছে তার প্রকৃত নাম ৷

advertisement

আরও পড়ুন : কাজের জন্য শ্রীলঙ্কা যেতেই হবে আপনাকে? বিপদ এড়াতে মাথায় রাখুন এই বিষয়গুলি

বারাসতের মেয়ে সৌমিতৃষা সামাজিক মাধ্যমেও খুবই জনপ্রিয় ৷ পর্দার বাইরেও মিঠাই মিষ্টি খেতে ভালবাসেন . এই ধারাবাহিকের জন্য সময় নিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি ৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয় ৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও ৷ এ বার সেই শিক্ষাই হাতেকলমে কাজে লাগালেন তিনি৷

advertisement

আরও পড়ুন : চকচকে আপেলেই লুকিয়ে থাকে মারণরোগ, জানেন কি?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মডেলিং করতে করতেই সৌমিতৃষা সুযোগ পেয়েছেন ধারাবাহিকে৷ গর্ব করে বলেন, আজ অবধি কোনও চরিত্রের জন্য তাঁকে অডিশন দিতে হয়নি ৷ অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও ৷ মিঠাইয়ের হাতে মিষ্টিমুখ না করলে টেলিদর্শকদের সন্ধ্যা এখন কার্যত মাটি ৷ তবে গত বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি যুদ্ধে পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক৷ তার পরও অবশ্য দর্শকদের মনের মণিকোঠায় সৌমিতৃষার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি৷  এই সপ্তাহে আবার ‘গাঁটছড়া’-কে টেক্কা দিয়ে নিজের হারিয়ে ফেলা এক নম্বর স্থানে ফিরে এসেছে ‘মিঠাই’৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজের হাতে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল