TRENDING:

এত বিলিয়ে দিয়েও কোটির গাড়ি, লোকে হাঁ হয়ে দেখছে সোনু সুদের নতুন বাহনকে

Last Updated:

মূলত নিজের রোজগার করা অর্থ খরচ করেই অতিমারিকালে সমাজসেবা শুরু করেন সোনু। পরবর্তীতে তাঁর কর্মযজ্ঞে অংশ নেন অগুনতি মানুষ। গড়ে তোলা হয় তহবিল। তার পরেও নিজে দায়িত্ব নিয়ে অনেককে আর্থিক সাহায্য করেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কোভিড কালের 'মসিহা' সোনু সুদ। অতিমারির সময়ে দায়িত্ব নিয়ে মানুষকে বাড়ি পোঁছে দেওয়া থেকে শুরু করে চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে আনা- নিজেকে এক প্রকার উজাড় করে অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন পর্দার খলনায়ক।
advertisement

মূলত নিজের রোজগার করা অর্থ খরচ করেই অতিমারিকালে সমাজসেবা শুরু করেন সোনু। পরবর্তীতে তাঁর কর্মযজ্ঞে অংশ নেন অগুনতি মানুষ। গড়ে তোলা হয় তহবিল। তার পরেও নিজে দায়িত্ব নিয়ে অনেককে আর্থিক সাহায্য করেন অভিনেতা। বছরের শেষে এ বার তাঁর ইচ্ছাপূরণের পালা। পছন্দের বিএমডাব্লিউ ৭ সিরিজের একটি গাড়ি কিনেছেন সোনু। সাধের গাড়ির সামনে দাঁড়িয়ে লেন্সবন্দিও হয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছেন অভিনেতা।

advertisement

আরও পড়ুন: গোঁয়ার্তুমি করে মেয়েকে ‘ডিপ কোমায়’ পাঠাল! চিকিৎসককে নিয়ে বিস্ফোরক ঐন্দ্রিলার মা

আরও পড়ুন: কেমন আছে ঐন্দ্রিলার দুই পোষ্য বোজো-তোজো? জানালেন প্রয়াত নায়িকার মা

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ভারতে এই গাড়ির দাম আনুমানিক দেড় কোটির বেশি। সোনুর পোস্টে ইতিমধ্যেই মন্তব্যের বন্যা। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এত বিলিয়ে দিয়েও কোটির গাড়ি, লোকে হাঁ হয়ে দেখছে সোনু সুদের নতুন বাহনকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল