পর্দায় নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। গানে গানে হুংকার ছাড়বেন সোনু। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে এই গান প্রতিশোধের কথা বলবে। সেই সমস্ত পথকুকুরদের কণ্ঠ হয়ে দাঁড়াবে এই ছবি, যারা অত্যাচার সহ্য করেও মানবজাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না।
পরিচালক-অভিনেতা তথাগত নিউজ18 বাংলাকে বললেন, ‘‘গল্পে বিক্রমের চরিত্রটা যে লড়াইটা লড়ছে পথকুকুরদের জন্য, সেটার প্রস্তুতির একটি গান। সোনু নিগমের গলায় এরকম গান শুনিনি এর আগে। একদম অন্যরকমের গান। আমি একটু ধন্দে ছিলাম, কিন্তু দেখলাম উনি যা ডেলিভার করেছেন, তা এক কথায় অপূর্ব। আমার কাছে সোনু নিগম মানেই প্রেমের গান, কিন্তু এবার উনি গাইলেন যুদ্ধের গান, রক্তের গান, ঘামের গান। তাই একেবারে নতুন ধরনের গান শোনা যাবে তাঁর গলায়।’’
advertisement
আরও পড়ুন: টলিউডে বিয়ের মরশুম, বাবার কথায় গাঁটছড়া বাঁধবেন বিশ্বাবসু? শীঘ্রই ধরা দেবেন নতুন রূপে
এই গানটিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য এবং গানের গীতিকার ঋতম সেন। তথাগতর কথায়, ‘‘কেবল যে ভিস্যুয়ালি যুদ্ধপ্রস্তুতি ধরা পড়বে, তা নয়, গানটি যেভাবে বানানো হয়েছে, সেটিও খুব রক্ত গরম করা।’’
ছবিমুক্তির তারিখ ঘোষণা করা হয়নি এখনও। তবে আজ, বুধবার দুপুরে ছবির প্রথম টিজার মুক্তি পাবে।