TRENDING:

শরীরে মিশেছে শরীর, জন্মদিনে স্বামীকে চুমু ! সোনম কাপুরের উষ্ণ ভিডিও ভাইরাল

Last Updated:

এই ছবিটিতে দেখা যাচ্ছে সোনম তাঁর স্বামীকে জড়িয়ে ধরেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনব উপায়ে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর আহুজা (Sonam Kapoor Ahuja)। এদিন আনন্দ আহুজাকে (Anand Ahuja) জন্মদিনে শুভেচ্ছা জানাতে Instagram-এ ছবি শেয়ার করেছেন সোনম। এই ছবিটিতে দেখা যাচ্ছে সোনম তাঁর স্বামীকে জড়িয়ে ধরেছেন। সোনমের পরনে একটি ফুলের বার্ডট পোশাক। সাদা টার্টলনেক শার্ট পড়ে আছেন আনন্দ। ছবির সঙ্গে সোনম একটি পোস্টও লিখেছেন যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে, যেখানে সোনমআনন্দকে 'জীবনের আলো' বলে অভিহিত করেছেন।
advertisement

তিনি লেখেন, ‘আমার জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা । ভগবান আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন। তুমি আমার সব থেকে কাছের প্রিয় মানুষ এবং বন্ধু। তোমাকে ভালোবাসি আমি’। স্ত্রীর পোস্টের উত্তর দিতে ভোলেননি স্বামী আনন্দও। তিনি বলেন, ‘আমার সুন্দরী স্ত্রী, আমিও তোমাকে ভালোবাসি’।

সোনমের খুড়তুতো বোন শানায়া কাপুর (Sanaya Kapoor) পোস্টে একটি হার্ট ইমোজি দিয়েছেন। অন্যরা ভক্তরা সোনমের কমেন্ট বক্সে গিয়ে আনন্দকে শুভেচ্ছাও জানিয়েছেন। ’কী সুন্দর, শুভ জন্মদিন’- নায়িকার দাম্পত্যপ্রেমের অভিব্যক্তি দেখে লিখেছেন এক ইউজার। অন্য একজন লিখেছেন ‘এটা খুব মিষ্টি, আপনার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা’। অনেকে হৃদয় এবং হৃদয়-চোখের ইমোজি পোস্ট করে 'কিউট দম্পতি'-কে ভালোবাসাও দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

উল্লেখ্য, সোনম এবং আনন্দের প্রথম দেখা হয় ২০১৫ সালে, যখন তিনি প্রেম রতন ধন পায়োর (Prem Ratan Dhan Payo) প্রচার করছিলেন। শীঘ্রই, তাঁরা একে অপরকে মেসেজ করতে শুরু করেন। জানা যায়, তাঁদের প্রথম ডেট লন্ডনে হয়েছিল। সোনম এবং আনন্দ ৮ মে, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা এই বছরের শুরুতে তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেন। উল্লেখ্য, সোনমকে শেষবার Netflix চলচ্চিত্র একে ভার্সেস একে-তে (AK vs AK) একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, যেখানে তাঁর বাবা অনিল কাপুর (Anil Kapoor) এবং অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) অভিনয় করেছিলেন। তাঁর শেষ অভিনীত ছবি এক লড়কি কো দেখা তো অ্যা.সা লগা (Ek Ladki Ko Dekha Toh Aisa Laga), যদিও ছবিটি বক্স অফিসে সে ভাবে সফল হয়নি। অবশ্য এখনও অভিনেত্রীর হাতে একাধিক ছবি রয়েছে। যাঁর মধ্যে অন্যতম ব্লাইন্ড (Blind)। ২০১১ সালের দক্ষিণ কোরিয়ার থ্রিলারের রিমেক এই ছবিতে সোনমকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শরীরে মিশেছে শরীর, জন্মদিনে স্বামীকে চুমু ! সোনম কাপুরের উষ্ণ ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল