সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যানসার নিয়ে কথা বললেন সোনালি। জানালেন, ক্যানসারের সময়ে অস্ত্রোপচারে শরীরে ২৩-২৪ ইঞ্চির ক্ষত তৈরি হয়েছে। সোনালি বলছেন, "সার্জারির পরে আমার চিকিৎসক বলেছিলেন, আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে তুমি হাঁটো। ২৪ ঘণ্টার মধ্যে আমি কোনও মতে করিডোর পর্যন্ত হেঁটে গেলাম। খুব কঠিন ছিল কারণ আমার শরীরে ২৩-২৪ ইঞ্চির একটা ক্ষত ছিল।"
advertisement
আরও পড়ুন- একটি গানের জন্যই আকাশছোঁয়া পারিশ্রমিক! বলিউডের ৯ হায়েস্ট পেড শিল্পীদের চিনে নিন
ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ার সময়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন তাঁর স্বামী গোল্ডি বেহেল। সোনালি ও গোল্ডির মতে, তাঁদের জীবনে দুটি অধ্যায়। একটি হল ক্যানসারের আগে। আর একটি ক্যানসারের পরে।
আরও পড়ুন- রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতা পৌঁছেছিল চরমে! বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রবীনা ট্যান্ডন
অভিনেত্রীর কথায়, "সব কিছু থেকেই কিছু শেখা যায়। এটা থেকেও শিখি। যদি এমন যাত্রা থেকে কিছু না শেখা যায় তাহলে তা সত্যিই দুঃখের বিষয়।" সোনালি ক্যানসার জয় করার পরে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থা নিয়ে নানা পোস্ট করেন যা মানুষকে অনুপ্রাণিত করে।