বলিউডের ছবির বড় অংশ জুড়ে থাকে গান। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। তবে জানেন কি, বলিউডের এই প্লেব্যাক গায়ক-গায়িকাদের মধ্যে হায়েস্ট-পেড কে? একটি গান প্লেব্যাক করতে কে কত টাকা নেন, তাও জেনে নিন।