TRENDING:

Sonakshi Sinha Wedding: সোনাক্ষীর বিয়ে চলতি মাসেই! পাত্র কে? রইল শত্রুঘ্নকন্যার বিয়ের খুঁটিনাটি

Last Updated:

Sonakshi Sinha Wedding: এ বার বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা। আগামী ২৩ জুন বিয়ে করবেন শত্রুঘ্নকন্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ফের বলিউডে বিয়ের সানাই। এ বার বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা। আগামী ২৩ জুন তাঁর দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করবেন শত্রুঘ্নকন্যা। এই মর্মেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সোনাক্ষী জাহিরের বিয়ের আসর বসবে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। তাঁদের লো প্রোফাইল প্রেম নিয়ে বেশি সোচ্চার না হলেও সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী ও জাহিরের পোস্টে ইঙ্গিত ছিল স্পষ্ট। চলতি মাসের গোড়ায় সোনাক্ষীর জন্মদিনে তাঁর আদুরে ছবি পোস্ট করে জাহির লেখেন, ‘Happy Birthday Sonzzz.’
বিয়ে করছেন সোনাক্ষী
বিয়ে করছেন সোনাক্ষী
advertisement

শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারপরিজন ছাড়াও সোনাক্ষীর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় আছেন ‘হীরামান্ডি’-র সব কুশীলব। একটি পত্রিকার আদলে তৈরি করা হয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র। তার প্রচ্ছদে লেখা ‘গুঞ্জন এ বার সত্যি’। আমন্ত্রিতদের ফর্ম্যাল পোশাক পরতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : দামি হেল্থ ড্রিঙ্কস বাদ দিন! নাম্বার ওয়ান হতে আপনার বাচ্চাকে দিন সস্তার এই ঘরোয়া খাবার! পড়াশোনায়, বুদ্ধির দৌড়ে হবে ফার্স্ট!

advertisement

জানা যায়, জাহিরের সঙ্গে সোনাক্ষীর আলাপ সলমন খানের মাধ্যমে। তাঁদের বন্ধুত্ব ক্রমশ পৌঁছয় প্রেমে। সতরাম রামানি পরিচালিত ছবি ‘ডাবল এক্স এল’-এ তাঁরা একসঙ্গে অভিনয়ও করেছেন। বলিউডে জাহিরের আত্মপ্রকাশ সলমন খান প্রযোজিত ‘নোটবুক’ ছবিতে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন কিংবদন্তি নায়িকা নূতনের নাতনি প্রানূতন বহেল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোনাক্ষীর আগেও সম্পর্কে জড়িয়েছেন জাহির ইকবাল। অভিনেত্রী দীক্ষা শেঠের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। স্বল্পস্থায়ী এই প্রেমের পর জাহির ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত সানা সইদের সঙ্গে কিছু দিন প্রেম করেছেন। তাঁদের ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে তাঁদের প্রেম ভেঙে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha Wedding: সোনাক্ষীর বিয়ে চলতি মাসেই! পাত্র কে? রইল শত্রুঘ্নকন্যার বিয়ের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল