শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারপরিজন ছাড়াও সোনাক্ষীর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় আছেন ‘হীরামান্ডি’-র সব কুশীলব। একটি পত্রিকার আদলে তৈরি করা হয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র। তার প্রচ্ছদে লেখা ‘গুঞ্জন এ বার সত্যি’। আমন্ত্রিতদের ফর্ম্যাল পোশাক পরতে অনুরোধ জানানো হয়েছে।
advertisement
জানা যায়, জাহিরের সঙ্গে সোনাক্ষীর আলাপ সলমন খানের মাধ্যমে। তাঁদের বন্ধুত্ব ক্রমশ পৌঁছয় প্রেমে। সতরাম রামানি পরিচালিত ছবি ‘ডাবল এক্স এল’-এ তাঁরা একসঙ্গে অভিনয়ও করেছেন। বলিউডে জাহিরের আত্মপ্রকাশ সলমন খান প্রযোজিত ‘নোটবুক’ ছবিতে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন কিংবদন্তি নায়িকা নূতনের নাতনি প্রানূতন বহেল।
সোনাক্ষীর আগেও সম্পর্কে জড়িয়েছেন জাহির ইকবাল। অভিনেত্রী দীক্ষা শেঠের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। স্বল্পস্থায়ী এই প্রেমের পর জাহির ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত সানা সইদের সঙ্গে কিছু দিন প্রেম করেছেন। তাঁদের ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে তাঁদের প্রেম ভেঙে যায়।