TRENDING:

মাঝরাতে ঘুম থেকে উঠে জানেন কী করেন সোনাক্ষি? ভাইরাল হলো ভিডিও !

Last Updated:

সত্যি বাবা, এই সেলিব্রিটিরা আছেন দারুণ ৷ সারাদিন শুধুই সোশ্যাল নেটওয়ার্কেই থাকেন ব্যস্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সত্যি বাবা, এই সেলিব্রিটিরা আছেন দারুণ ৷ সারাদিন শুধুই সোশ্যাল নেটওয়ার্কেই থাকেন ব্যস্ত ৷ কখন কী করছেন, কখন কী খাচ্ছেন, কীভাবে ঘুমোচ্ছেন সব কিছুর আপডেট দিতে গিয়ে অলটাইম ইনস্টাগ্রাম, ফেসবুকে নেমে পড়েন তাঁরা ৷ আর করোনা আবহে এব লকডাউনে এই অভ্যাস যেন একটু বেশিই ! ভাবছেন এই সেলিব্রিটিদের নিয়ে পুরনো কাসুন্দি কেন ঘাঁটছি? এ আবার নতুন খবর কী?
advertisement

নতুন খবরটা হলো সোনাক্ষি সিনহাকে নিয়ে ৷ এই তো কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে দারুণ ট্রোল হয়েছিলেন সোনাক্ষি ৷ প্রথম থেকেই তাঁর মেদ ভর্তি শরীর নিয়ে শুনতে হতো নানা কু-কথা ৷ প্রথম প্রথম চুপ থাকলেও, সোনাক্ষি কিন্তু পরে এসবেরই দারুণ জবাব দিয়েছেন, নানা ভিডিও পোস্টের মধ্যে দিয়ে ৷

তবে এবার আর প্রতিবাদ নয়, বরং তিনি প্রতিদিন মাঝরাতে চুপি চুপি যেটা করেন, তাই প্রকাশ্যে তুলে আনলেন সোনাক্ষি ৷

advertisement

সম্প্রতি সোনাক্ষি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে রাতের পোশাক, রীতিমতো কালো কাপড়ে গা ঢাকা দিয়ে রান্নাঘরে হাজির হয়েছেন তিনি ৷ আর হাতের সামনে স্ন্যাক্সের প্যাকেট নিয়েই চম্পট !

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এই ভিডিও পোস্ট করে সোনাক্ষি লিখলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মিডনাইট স্ন্যাকার, আপনাদের মতোই ৷ শুধুই তফাৎ আমি রিল বানাই , আপনারা নয় !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝরাতে ঘুম থেকে উঠে জানেন কী করেন সোনাক্ষি? ভাইরাল হলো ভিডিও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল