TRENDING:

দিব্যা-শ্রীদেবীর অদ্ভুত মিল, ‘লাডলা’ ছবির শ্যুটিংয়ের ঘটনা জানলে অবাক হবেন !

Last Updated:

কাকতালীয় হলেও, এক সময় গোটা বলিউড হতবাক হয়ে গিয়েছিলেন ঘটনায় ৷ অনেকে তো আবার মনে করেছিলেন শ্রীদেবীর ওপর ভর করেছিলেন দিব্যা ভারতী !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কাকতালীয় হলেও, এক সময় গোটা বলিউড হতবাক হয়ে গিয়েছিলেন ঘটনায় ৷ অনেকে তো আবার মনে করেছিলেন শ্রীদেবীর ওপর ভর করেছিলেন দিব্যা ভারতী !
advertisement

দিব্যা ভারতী সিনেমায় পা রাখার পর অনেকেই মনে করেছিলেন, বলিউডে যদি শ্রীদেবীর কোনও বিকল্প হয়ে ওঠেন, তিনি হলেন দিব্যা ভারতী৷ দু’জনেই ছিলেন দক্ষিণী ৷ মিল ছিল মুখশ্রী ও গলার আওয়াজেও ৷ আর তাই হয়তো দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুর পর রবিনা ট্যান্ডন, অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়েই পরিচালক রাজ কনওয়ার শুরু করে দিয়েছিলেন লাডলা ছবির শ্যুটিং ৷ দিব্যার সঙ্গে শ্রীদেবীর মুখের মিল থাকার জন্যই পরিচালক হয়তো শ্রীদেবীকে বেছে ছিলেন ৷

advertisement

এক ইংরেজি দৈনিকে রবিনা ট্যান্ডন জানান, লাডলার শ্যুটিংয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে ৷ শ্যুটিংয়ের সময় দিব্যা ভারতী, যে লাইনগুলো বলতে গিয়ে আটকে যাচ্ছিলেন, সেই লাইনগুলোতেই আটকে যাচ্ছিলেন শ্রীদেবীও ৷

অন্যদিকে, কেউ কেউ আরও কাকতালীয় ঘটনার কথা জানিয়েছেন ৷ দিব্যা ভারতীর জন্মদিন ২৫ ফেব্রুয়ারি ৷ আর ২৪ ফেব্রুয়ারিতেই মৃত্যু হয় শ্রীদেবীর !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দিব্যা-শ্রীদেবীর অদ্ভুত মিল, ‘লাডলা’ ছবির শ্যুটিংয়ের ঘটনা জানলে অবাক হবেন !