Bollywood Gossips: প্রিয় বান্ধবীর স্বামীকে 'ভাই' পাতিয়ে বাড়িতে এন্ট্রি, সেই 'ভাই'-এর সঙ্গেই পরকীয়া সুপারহিট নায়িকার,অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রেম করতেন প্রিয় বান্ধবীর স্বামীর সঙ্গে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন সুপারহিট নায়িকা! সেই সময় বলিউডের অলিতে গলিতে তাঁকে ডাকা হত 'ঘর-ভাঙানি' নামে! এখানেই শেষ নয়,যাঁর সঙ্গে প্রেম করতেন, প্রকাশ্যে তাঁকে ভাই বলে ডাকতেন, ভাই বলে মানতেন! কিন্তু আড়ালে-আবডালে প্রেম জমে ক্ষীর! কার কথা হচ্ছে বলুন তো?
advertisement
1/7

 কথা হচ্ছে শ্রীদেবীর। তাঁর আর বনি কাপুরের প্রেম-আখ্যান সেই সময় তোলপাড় তুলেছিল বলিটাউনে। সেই সময় বনি কাপুর মোনা কাপুরের সঙ্গে বিবাহিত। কিন্তু তবুও বনিতে মজেছিল শ্রী। বনি কাপুরের স্ত্রী মোনার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন শ্রীদেবী। সেই সূত্র ধরে নিয়মিত তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন। এমনকি দিনের পর দিন মোনা আর বনির বাড়িতে থাকতেনও শ্রীদেবী।
advertisement
2/7
 মোনাকে ভুলাতে বনি কাপুরকে ভাই পাতান শ্রীদেবী। প্রকাশ্যে দাবি করেন, বনি তাঁর ভাই। কিন্তু আড়ালে তাঁর সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রীদেবী। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন তিনি। বলিউড সূত্রে খবর, বনি কাপুরকে রাখিও পরান শ্রীদেবী। কিন্তু এসবই ছিল 'লোক দেখানো'! মোনা কাপুরকে শান্ত রাখতেই এই ফন্দি এঁটেছিলেন শ্রীদেবী।
advertisement
3/7
 বলিপাড়া সূত্রে খবর, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শুটিংয়ের সময় শ্রীদেবীর সঙ্গে আলাপ হয়েছিল বনির। সেই ছবির নায়িকা ছিলেন শ্রীদেবী। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি। বনির স্ত্রী মোনা শৌরি কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল শ্রীদেবীর।
advertisement
4/7
 মোনা এবং শ্রীদেবীর বন্ধুত্ব বেশ গভীর হয়ে গিয়েছিল। মাঝেমধ্যেই নাকি মোনার বাড়ি চলে যেতেন নায়িকা। মোনা এবং বনির বাড়িতে অনেক সময় নাকি রাতও কাটিয়েছিলেন শ্রীদেবী।
advertisement
5/7
 এক সাক্ষাৎকারে বনি বলেছিলেন, '' আমি পাঁচ থেকে ছ’বছর শ্রীদেবীকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ওকে যখন প্রেম নিবেদন করেছিলাম, তখন আমার উপর রেগে গিয়েছিল। স্বামী এবং দুই সন্তানের পিতা হয়েও আমি কী ভাবে প্রেম নিবেদন করতে পারি সেই প্রশ্ন করেছিল আমায়। ছ’মাস কথাও বলেনি আমার সঙ্গে।''
advertisement
6/7
 বনি কাপুর নাকি মোনার কাছে কিছু গোপন রাখতে চাননি। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি সত্যে বিশ্বাস করি। মোনাকে সব কিছুই বলে দিয়েছিলাম। ভালবাসা তো এত নিয়মকানুন মেনে হয় না।'' শ্রীদেবী এবং বনির পরকীয়া সম্পর্কের কথা জেনে ভেঙে পড়েছিলেন মোনা।
advertisement
7/7
 বলিপাড়ার গুঞ্জন, শ্রীদেবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, সে কথা জানার পর বনির সঙ্গে আর সম্পর্ক রাখতে রাজি হননি মোনা। ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মোনা এবং বনির। সেই বছরই শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি।
