জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন৷ বেশ কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছিল যে সপ্তাহে তাকে দুই দিন করে ডায়ালিসিস করতে হত৷ তেমনই ডায়ালিসিস করতে গত ২ সেপ্টেম্বর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু তারপরই আচমকা শারীরিক অবস্থার অবনতি নয়৷ তখনই তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেযন চিকিৎসক৷
advertisement
হাসপাতালে ভর্তি করার পর আইসিইউ-তে রাখা হয় স্বনামধন্য শিল্পীকে৷ গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ অবশেষে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন৷
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম হয় ফরিদা পারভিনের৷ ৫৫ বছর গানের সঙ্গে জীবন কাটিয়েছেন । ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে ফরিদা পারভিনের সঙ্গীতজীবন শুরু হয়। তারপর থেকে চলেছে জীবন সংগ্রাম৷ নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়েই অর্জন করেছেন। যখন থেকে লালনের গান গাওয়া শুরু করেছিলেন তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।