বরফমাখা ভিডিওটি সোহিনী(Sohini Sarkar) শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ডেনিম জিন্স ও জ্যাকেট পরে আছেন তিনি। সঙ্গে সাদা সোয়েট টপ। খোলা চুল। দার্জিলিংয়ের রাস্তায় ঘুরছেন নায়িকা। বরফে ঢেকে যাচ্ছে তাঁর চুল-মুখ। হাতে বরফ তুলে নিচ্ছেন নায়িকা।
এই ভিডিওতে সোহিনী (Sohini Sarkar)বলছেন, "আমি জীবনে কখনও এমন বরফ পড়া দেখিনি। বলে বোঝাতে পারব না এ কত সুন্দর।" এর পরেই ফের তিনি বাইক থেকে তুলে নিচ্ছেন বরফ। এই ভিডিওতে বোঝাই যাচ্ছে আনন্দে পাগল হয়ে গিয়েছেন সোহিনী সরকার। এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ দেখে ফেলেছেন। অনেকেই নায়িকাকে বলেছেন সাবধানে থাকতে।
advertisement
গোটা ভিডিওতে নায়িকার(Sohini Sarkar) মুখে মাস্ক দেখা যায়নি। আর তা খেয়াল করেছেন নেটিজেনরা। তাঁরা সোহিনীকে মাস্ক পরে থাকার কথাও বলেছেন। কারণ কোভিড এখনও চলে যায়নি। প্রসঙ্গত সোহিনী সরকার টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। টলিউডের বহু জনপ্রিয় পরিচালক এবং নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। যদিও ছোট পর্দাতেও অভিনয় করেছেন সোহিনী। এবং বাংলা সিরিয়ালেও তিনি বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: চলছিল শ্যুট! নাচতে গিয়ে খুলে গেল উরফি জাভেদের টিউব টপ ! ভাইরাল ভিডিও
তবে কাজ না থাকলেই নানা জায়গায় ঘুরতে যেতে ভালবাসেন সোহিনী সরকার(Sohini Sarkar)। তাঁকে মাঝে মধ্যেই ভারতের নানা জায়গায় ঘুরতে যেতে দেখা যায়। কখনও শান্তিনিকেতনের মাটিতে গান গান তিনি। কখনও বেনরসের ঘাটে সময় কাটান। আবার কখনও চলে যান পাহাড়। সব জায়গাতেই সোহিনীর চলাচল। সামনেই তাঁর হাতে রয়েছে বেশ কিছু কাজ। তবে কাজ , জীবন, বেড়ানো সব কিছুকেই দারুণ ভাবে সামলে নেন তিনি। নায়িকাকে এই ভিডিওতে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।