নতুন সংসার শুরুর পালা। বিচ্ছেদ, মন ভাঙা সব ভুলে নতুন ভাবে পথ হাঁটা শুরু করলেন নবদম্পতি। শোভন এবং সোহিনীর বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালাবদলের ভিডিও।
তাতে দেখা যাচ্ছে, বর-কনের মুখে হাসি আর ধরে না। সোহিনীর পরনে মেরুন বেনারসি, সাদা ব্লাউজ, গলাভর্তি সোনা, কপালে চন্দন টিকা। শোভনের পরনে সাদা পাঞ্জাবী আপ মেরুন পাজামা। চোখে রয়েছে চশমা। মালাবদলের পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সুপারহিট গান বেজে উঠল ‘চোখ তুলে দেখো না কে এসেছে’। আর সেই গানের তালেই পা মেলালেন নতুন বর-কনে। আনন্দে শিস দিয়ে উঠলেন শোভন।
আরও পড়ুন: সিঁদুর পরিয়ে স্ত্রী সোহিনীকে চুম্বন শোভনের, মেরুন বেনারসিতে অপরূপা নববধূ, বিয়ের ছবি দেখুন
তার আগে ছবিতে প্রকাশ পেয়েছে বিবাহ রীতির কয়েক মুহূর্ত। নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।