জুবিনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষভাবে গুয়াহাটি যান সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। গরিমার সঙ্গে দেখা করে জুবিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। আবেগপ্রবণ জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, জুবিনের সঙ্গে তাঁর বহু অসমাপ্ত কাজ রয়ে গেল। তিন দশকের বন্ধু হঠাৎ এভাবে চলে যাওয়াকে এখনও মেনে নিতে পারছেন না তিনি। জুবিন গর্গের জন্মদিনে এভাবেই স্মৃতি, শ্রদ্ধা এবং শোক মিশে এক আবহ তৈরি হয় অসমজুড়ে।
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! …স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
এই আবহেই অসমে জুবিনের বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। গরিমার সঙ্গে সাক্ষাতে তিনি স্মরণ করেন দীর্ঘ তিন দশকের বন্ধুত্বের কথা। আবেগাপ্লুত জিৎ বলেন, জুবিনের সঙ্গে বহু অসম্পূর্ণ কাজ পড়ে রইল। এত দিনের সহযাত্রীকে হারানো তাঁর পক্ষে এখনও মানিয়ে নেওয়া কঠিন।
গত সেপ্টেম্বর মাসে অকালপ্রয়াণ হয় জ়ুবিন গর্গের। তাঁর মৃত্যু নিয়ে একাধিক রহস্য। অসমের অনেকেই দাবি করেছেন, জ়ুবিনকে খুন করা হয়েছে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন। জ়ুবিনের অপূর্ণতাকে পূর্ণ করছেন তাঁর অনুরাগীরা। গায়কের গুয়াহাটির বাড়ির সামনে মধ্যরাত থেকে ভিড় জমান তাঁর অনুরাগীরা। বড় বড় চকোলেট কেক কাটা হয় তাঁর ছবির সামনে।
জুবিনের জন্মদিনে অসমে তাঁর বাড়িতে জিৎ গঙ্গোপাধ্যায়….দেখা করলেন জুবিনের স্ত্রী গরিমার সঙ্গে
পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। গায়কের বাড়ির ভিতরেও আয়োজন হয়। জ়ুবিনের জন্য গোটা লোহার দরজা সাজানো হয়েছে নীল-সাদা বেলুন দিয়ে। সঙ্গে পাতা হয় লাল গালিচা। স্বামীর জন্মদিন উপলক্ষে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দিলেন স্ত্রী গরিমা শঈকীয়া। এ ছাড়াও গায়কের জন্মদিনে কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গায়ক-পত্নী গরিমা লেখেন, ‘‘ এই জন্মদিন থেকে আগামী প্রতিটা জন্মদিনে আমরা নিজেদের গল্প শুরু করব। যেখানে থেকো ভাল থেকো।’’
