পূর্ব বর্ধমানের ভাতার বইমেলায় অনুষ্ঠান বাতিল হল হল শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার। শিল্পী নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিযোগ করেন, লগ্নজিতার সাথে ঘটা ঘটনার প্রতিবাদ করে তিনি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। তার পরই উদ্যোক্তারা তাঁর অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ তোলেন শিল্পী। যদিও অভিযোগ মানতে নারাজ উদ্যোক্তা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
advertisement
আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভাতার বইমেলা ও উৎসব। মেলায় বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কলকাতা থেকে শিল্পীরাও। বইমেলা উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষে শিল্পী পল্লব কীর্ত্তনীয়াকে আগামী ২৫ ডিসেম্বর গানের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে পল্লব কীর্ত্তনীয়ার ছবি সম্বলিত ব্যানারও টাঙানো হয় বিভিন্ন জায়গায়।
অভিযোগ, সোমবার শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনার প্রতিবাদে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতেই তাঁর অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। শিল্পী অভিযোগ করেন, রাজনৈতিক চাপে শেষ মুহূর্তে তাঁর অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা।
এই নিয়ে সরব রাজনৈতিক নেতারা। বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কার্ফা জানান, ‘রাজ্যে যে গণতন্ত্র নেই শুধু আমরা বলছি না, শিল্পীরা নিজেরাও বলছেন। লগ্নজিতার ঘটনার প্রতিবাদ করায় শাসকের চাপে অনুষ্ঠান বাতিল করেছে উদ্যোক্তরা। বিষয়টি নিন্দাজনক।’
অন্যদিকে রাজনৈতিক চাপের উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তিনি জানান, ‘তৃণমূল কংগ্রেস শিল্পীর স্বাধীনাতায় বিশ্বাস করে। এই বাংলায় সবার নিজের মত প্রকাশের অধিকার রয়েছে।কী কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়েছে তা আয়োজকেরা জানেন। তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনও যোগ নেই।’
অন্যদিকে শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে ভাতার বইমেলা ও উৎসবের আয়োজক মধুসূদন কোঙার বলেন, আমরা যে পরিমাণ বিজ্ঞাপন পাবো ভেবেছিলাম তা পাইনি। ওনার সম্মানিক ভাতা ঠিকমতো দিতে পারব না বলেই আমরা তাঁর অনুষ্ঠান বাতিল করেছি। শাসক দলের পক্ষ থেকে আমাদের কোনো চাপ দেওয়া হয়নি।
