TRENDING:

রূপমের বার্থডে উইশ, এখনও বাংলাগানের চিরযুবক নচিকেতায় মজে শহর থেকে গ্রাম

Last Updated:

নচিকেতাকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলা আধুনিক সঙ্গীতের আরও এক দিকপাল রূপম ইসলাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৫৮-এর যুবক নচিকেতার জন্মদিন। সেপ্টেম্বর মাসের এক তারিখ যেন বাংলা গানের এক যুগের জন্মদিন। কারণ, তিনি এর হার না মানা এক গায়ক, কারণ তিনি প্রতিবাদের কণ্ঠস্বর। নচিকেতা চক্রবর্তী পেরিয়ে গেলেন ৫৮ বসন্ত। নানা মহল থেকে সেপ্টেম্বরের পয়লা তারিখে নচিকেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষ। শুভেচ্ছার বার্তা ভেসে এসেছে বিভিন্ন সেলিব্রিটি মহল থেকেও। সব মিলিয়ে জীবনমুখী গানের দিগ্দর্শী নচিকেতার জন্মদিনে এখনও আন্দোলিত বাংলার সঙ্গীতমহল।
ছবি নচিকেতার ফেসবুক পেজ থেকে পাওয়া সিদ্ধার্থ চক্রবর্তীর তোলা
ছবি নচিকেতার ফেসবুক পেজ থেকে পাওয়া সিদ্ধার্থ চক্রবর্তীর তোলা
advertisement

নচিকেতাকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলা আধুনিক সঙ্গীতের আরও এক দিকপাল রূপম ইসলাম। তিনি ইনস্টাগ্রামে নচিকেতার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, শুভ জন্মদিন নচিকেতা। নচিকেতার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার একটি ছবিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- Pre- Puja Procession || মমতার গানে পা মেলালেন শুভশ্রী-সায়ন্তিকা, রেড রোড আজ ঝলমলে-রঙিন

advertisement

আরও পড়ুন- Durga Puja UNESCO || Mamata Banerjee: রেড রোডে মঞ্চ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ মমতার! মুখ্যমন্ত্রী অভিনন্দন জানালেন

বাংলা গানে তখন তরঙ্গ তুলে ফেলেছেন কবীর সুমন। সেই সময়ে ১৯৯৩ সালে সারেগামা, তৎকালীন এইচএমভি থেকে প্রকাশিত হয় এক যুবকের চাঁচাছোলা ভাষায় লেখা গানের অ্য়ালবাম এই বেশ ভাল আছি। সাড়া পড়ে যায় সঙ্গীতমহলে। কোথাও অন্য কোনও আলোচনা নেই, শুধু নচিকেতার গান নিয়ে মেতে ওঠে বাংলা সঙ্গীত মহল। কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে জন্ম নেওয়া চক্রবর্তী কুলোদ্ভবকে মাথা তুলে নেয় দুই বাংলার জনতা। এর পর প্রতি বছর একটি করে অ্য়ালবাম, ২০০০ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে অ্য়ালবাম প্রকাশিত হয়েছে নচিকেতার। তার পাশাপাশি কিছুদিন পর থেকে চলতে থাকে প্লেব্য়াকেপ কাজও। নচিকেতার গান শুনতে জেলায় জেলায় তখন মঞ্চে, মাঠে ভেঙে পড়তে শুরু করেছেন সাধারণ মানুষ, যে ট্র্য়াডিশন চলছে সমানে। এখনও নচিকেতার গান মানে, শ্রেণি, বয়স, লিঙ্গ ভেদে মানুষের ভিড়। সেই শিল্পীর জন্মদিনে যে মেতে উঠবে বাংলা, তা আর নতুন কী!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রূপমের বার্থডে উইশ, এখনও বাংলাগানের চিরযুবক নচিকেতায় মজে শহর থেকে গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল