নচিকেতাকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলা আধুনিক সঙ্গীতের আরও এক দিকপাল রূপম ইসলাম। তিনি ইনস্টাগ্রামে নচিকেতার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, শুভ জন্মদিন নচিকেতা। নচিকেতার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার একটি ছবিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- Pre- Puja Procession || মমতার গানে পা মেলালেন শুভশ্রী-সায়ন্তিকা, রেড রোড আজ ঝলমলে-রঙিন
advertisement
বাংলা গানে তখন তরঙ্গ তুলে ফেলেছেন কবীর সুমন। সেই সময়ে ১৯৯৩ সালে সারেগামা, তৎকালীন এইচএমভি থেকে প্রকাশিত হয় এক যুবকের চাঁচাছোলা ভাষায় লেখা গানের অ্য়ালবাম এই বেশ ভাল আছি। সাড়া পড়ে যায় সঙ্গীতমহলে। কোথাও অন্য কোনও আলোচনা নেই, শুধু নচিকেতার গান নিয়ে মেতে ওঠে বাংলা সঙ্গীত মহল। কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে জন্ম নেওয়া চক্রবর্তী কুলোদ্ভবকে মাথা তুলে নেয় দুই বাংলার জনতা। এর পর প্রতি বছর একটি করে অ্য়ালবাম, ২০০০ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে অ্য়ালবাম প্রকাশিত হয়েছে নচিকেতার। তার পাশাপাশি কিছুদিন পর থেকে চলতে থাকে প্লেব্য়াকেপ কাজও। নচিকেতার গান শুনতে জেলায় জেলায় তখন মঞ্চে, মাঠে ভেঙে পড়তে শুরু করেছেন সাধারণ মানুষ, যে ট্র্য়াডিশন চলছে সমানে। এখনও নচিকেতার গান মানে, শ্রেণি, বয়স, লিঙ্গ ভেদে মানুষের ভিড়। সেই শিল্পীর জন্মদিনে যে মেতে উঠবে বাংলা, তা আর নতুন কী!