‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ এভাবেই পোস্ট শেয়ার করেছেন কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ।
একদিন আগেই মোনালি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, কেন শেখাওনি? কী করব বুঝতেই পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে? এবার কী করব? মা, আমার শিকড় সব তুমি।’
advertisement
বাংলাদেশের একজন ব্লগারের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন। গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি। মোনালি আগেই বুঝতে পেরেছিলেন তাঁর মা হয়তো বেশি দিন নেই।
বাবা শক্তি ঠাকুরকে তিনি করোনা কালে হারিয়েছিলেন। তারপর থেকে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ ছিল। কিডনি কাজ করছিল না। শেষে চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।