পথকুকুরদের সমস্যা সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে এখনও চলছে৷ তার মাঝেই এক্স হ্যান্ডেলে এ বিষয়ে আবেগতাড়িত পোস্ট মিকার৷ গায়ক লিখেছেন, ‘‘আমি মিকা সিং, বিনীতভাবে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছি যে, দয়া করে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকুন যা কুকুরদের কল্যাণের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’’
advertisement
জমি দেওয়ার কথা ঘোষণা করে গায়ক লেখেন, ‘‘আমার কাছে পর্যাপ্ত জমি রয়েছে এবং আমি কুকুরদের যত্ন, আশ্রয় ও কল্যাণের জন্য ১০ একর জমি দান করতে সম্পূর্ণ প্রস্তুত। আমার একমাত্র অনুরোধ হল—এই প্রাণীদের দায়িত্বশীলভাবে দেখভাল করার জন্য উপযুক্ত জনবল ও তত্ত্বাবধায়কদের সহায়তা। আমি আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কুকুরদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমস্ত উদ্যোগে জমি দিতে ইচ্ছুক।’’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পথকুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেয়৷ শীর্ষ আদালত কখনওই রাস্তা থেকে সমস্ত কুকুরকে একযোগে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, এমনটাই জানিয়েছে ওই ব্যাখ্যায়৷ বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন. ভি. অঞ্জারিয়াকে নিয়ে গঠিত তিন বিচারপতির বিশেষ বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টের মূল উদ্দেশ্য হল ২০২৩ সালের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল (ABC) রুলস অনুযায়ী কঠোরভাবে পথকুকুর ব্যবস্থাপনা নিশ্চিত করা।
