TRENDING:

Mika Singh: ’পথ কুকুরদের জন্য ১০ একর জমি দান করতে প্রস্তুত!’ সুপ্রিম কোর্টের কাছে আবেদন মিকার

Last Updated:

Mika Singh: বিগত বেশকিছুদিন ধরেই পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত খবরের শিরোনামে৷ এবার সেই চর্চায় যোগ দিলেন গায়ক মিকা সিং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিগত বেশকিছুদিন ধরেই পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত খবরের শিরোনামে৷ এবার সেই চর্চায় যোগ দিলেন গায়ক মিকা সিং৷ পঞ্জাবী গায়কের শীর্ষ আদালতের কাছে আবেদন এমন কোনও পদক্ষেপ যাতে না নেওয়া হয়, যা পথকুকুরদের ক্ষতি করে৷ পাশাপাশি পথকুকুরদের নিয়ে হওয়া সমস্যা মেটাকে ১০ একর জমিও একাজে দান করতে রাজি গায়ক, এমনটাই জানালেন তিনি৷
News18
News18
advertisement

পথকুকুরদের সমস্যা সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে এখনও চলছে৷ তার মাঝেই এক্স হ্যান্ডেলে এ বিষয়ে আবেগতাড়িত পোস্ট মিকার৷ গায়ক লিখেছেন, ‘‘আমি মিকা সিং, বিনীতভাবে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছি যে, দয়া করে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকুন যা কুকুরদের কল্যাণের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’’

আরও পড়ুন: ৫ দিন পর থেকেই বাম্পার লাভ ৪ রাশির! সূর্য-অরুণের মিলনে শক্তিশালী নবপঞ্চম রাজযোগ, সুখের সাগরে ভাসবে, টাকার বৃষ্টি

advertisement

জমি দেওয়ার কথা ঘোষণা করে গায়ক লেখেন, ‘‘আমার কাছে পর্যাপ্ত জমি রয়েছে এবং আমি কুকুরদের যত্ন, আশ্রয় ও কল্যাণের জন্য ১০ একর জমি দান করতে সম্পূর্ণ প্রস্তুত। আমার একমাত্র অনুরোধ হল—এই প্রাণীদের দায়িত্বশীলভাবে দেখভাল করার জন্য উপযুক্ত জনবল ও তত্ত্বাবধায়কদের সহায়তা। আমি আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কুকুরদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য সমস্ত উদ্যোগে জমি দিতে ইচ্ছুক।’’

advertisement

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে মহালাভ যোগ! শনি-শুক্রের দুর্লভ যোগে ৪ রাশির কপালে টাকার বৃষ্টি, শুরু হবে গোল্ডেন টাইম

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পথকুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেয়৷ শীর্ষ আদালত কখনওই রাস্তা থেকে সমস্ত কুকুরকে একযোগে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, এমনটাই জানিয়েছে ওই ব্যাখ্যায়৷ বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন. ভি. অঞ্জারিয়াকে নিয়ে গঠিত তিন বিচারপতির বিশেষ বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টের মূল উদ্দেশ্য হল ২০২৩ সালের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল (ABC) রুলস অনুযায়ী কঠোরভাবে পথকুকুর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mika Singh: ’পথ কুকুরদের জন্য ১০ একর জমি দান করতে প্রস্তুত!’ সুপ্রিম কোর্টের কাছে আবেদন মিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল