TRENDING:

Mekhla Dasgupta: কবি প্রণাম, ভারতীয় রাগের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে মিলিয়ে দিলেন মেখ্লা, শুনুন

Last Updated:

মুক্তি পেল মেখ্লা দাশগুপ্তের গলায় রবীন্দ্রসঙ্গীত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২৫শে বৈশাখের আগে কবি গুরুকে প্রণাম জানিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ ২৫শে বৈশাখ, কবির জন্মতিথি উপলক্ষ্যে শিল্পীদের মধ্যে আলাদা আবেগ থাকে৷ তাই রবীন্দ্রজয়ন্তীর আগে রবীন্দ্রসঙ্গীতের এই ভিডিওটি সামনে আনলেন মেখ্লা৷ তবে এটা শুধুমাত্র রবীন্দ্রজয়ন্তী উদযাপন নয়৷ এর পিছনে আরও ভাবনাচিন্তা রয়েছে শিল্পীর৷ মেখ্লা জানিয়েছেন ৬টি ঋতু নিয়ে গান গাইবার ইচ্ছে রয়েছে তাঁর৷ গ্রীষ্মের গান দিয়ে শুরু হল সেই ভিডিও৷ এরপর সময় মতো আসবে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের গান৷ অর্থাৎ ভিডিও-তে ঋতুরঙ্গে ছাপ রাখতে চলেছেন শিল্পী৷
advertisement

ভিডিওটি তৈরি হয়েছে মেখ্লার চিন্তা ভাবনায়৷ গানের সময় বাদ্যযন্ত্রে যে সব শিল্পীরা তাঁকে সঙ্গত দেন, তাঁদের দর্শকদের সামনে আনতে চাইছিলেন মেখ্লা৷ তাই এভাবে করেছেন শ্যুট৷ ভিডিও-তে দেখা গিয়েছে শুভদীপ সরকার (পিয়ানো) সুমিত গুহ (তবলা) দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে (গিটার)৷ নৃত্য শিল্পী নিতিশা বন্দ্যোপাধ্যায়, মেখ্লার বিশেষ পরিচিত৷ 'ভিডিও শ্যুট করা হয়েছে আমার বাড়ির ছাদে৷ খুব চটজলদি করতে হয়েছে শ্যুটিং৷ যে সময় শ্যুটিং হয়েছে, তখন খুব গরম ছিল৷ দুপুরবেলায় ক্যামেরার কাজ করা যায়নি৷ তাই পরন্ত বেলায়, দেড় থেকে ২ ঘণ্টার মধ্যে পুরো শ্যুট করতে হয়েছে৷ তবে যেমন চেয়েছিলাম, তেমন হয়েছে৷ আমি খুশি'৷ বলছেন মেখ্লা দাশগুপ্ত৷

advertisement

এই ভিডিওতে ক্লাসিক্যালের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যোগসূত্র তুলে ধরতে চেয়েছেন শিল্পী৷ দারুণ অগ্নিবাণে রে বৃন্দাবনী সারং রাগের উপর তৈরি৷ গানের মধ্যে তানও ব্যবহার করেছেন শিল্পী৷ মিলিয়ে রেখেছেন কত্থক নাচও৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এছাড়াও মুক্তি পেয়েছে মেখ্লার গলায় হৃৎপিণ্ড ছবির গান, মন কেমনের জন্মদিন৷ যদিও অডিও ফর্মে গানটি আগেই মুক্তি পেয়েছিল, জনপ্রিয় হয়েছিল মারাত্মক৷ হৃৎপিণ্ড ছবিতে রণজিত ভট্টাচার্যের সুরে এই গানটি গেয়েছেন মেখ্লা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mekhla Dasgupta: কবি প্রণাম, ভারতীয় রাগের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে মিলিয়ে দিলেন মেখ্লা, শুনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল