ভিডিওটি তৈরি হয়েছে মেখ্লার চিন্তা ভাবনায়৷ গানের সময় বাদ্যযন্ত্রে যে সব শিল্পীরা তাঁকে সঙ্গত দেন, তাঁদের দর্শকদের সামনে আনতে চাইছিলেন মেখ্লা৷ তাই এভাবে করেছেন শ্যুট৷ ভিডিও-তে দেখা গিয়েছে শুভদীপ সরকার (পিয়ানো) সুমিত গুহ (তবলা) দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে (গিটার)৷ নৃত্য শিল্পী নিতিশা বন্দ্যোপাধ্যায়, মেখ্লার বিশেষ পরিচিত৷ 'ভিডিও শ্যুট করা হয়েছে আমার বাড়ির ছাদে৷ খুব চটজলদি করতে হয়েছে শ্যুটিং৷ যে সময় শ্যুটিং হয়েছে, তখন খুব গরম ছিল৷ দুপুরবেলায় ক্যামেরার কাজ করা যায়নি৷ তাই পরন্ত বেলায়, দেড় থেকে ২ ঘণ্টার মধ্যে পুরো শ্যুট করতে হয়েছে৷ তবে যেমন চেয়েছিলাম, তেমন হয়েছে৷ আমি খুশি'৷ বলছেন মেখ্লা দাশগুপ্ত৷
advertisement
এই ভিডিওতে ক্লাসিক্যালের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যোগসূত্র তুলে ধরতে চেয়েছেন শিল্পী৷ দারুণ অগ্নিবাণে রে বৃন্দাবনী সারং রাগের উপর তৈরি৷ গানের মধ্যে তানও ব্যবহার করেছেন শিল্পী৷ মিলিয়ে রেখেছেন কত্থক নাচও৷
এছাড়াও মুক্তি পেয়েছে মেখ্লার গলায় হৃৎপিণ্ড ছবির গান, মন কেমনের জন্মদিন৷ যদিও অডিও ফর্মে গানটি আগেই মুক্তি পেয়েছিল, জনপ্রিয় হয়েছিল মারাত্মক৷ হৃৎপিণ্ড ছবিতে রণজিত ভট্টাচার্যের সুরে এই গানটি গেয়েছেন মেখ্লা৷