এর আগে পর্যন্ত সকলেই জানতেন যে, রণবীর সিং অভিনীত ‘৮৩’-তে শেষ বার গান গেয়েছিলেন কেকে। প্রীতমের সুরে ‘ইয়ে হঁসলে’ গানটও জনপ্রিয় হয়েছিল বেশ। কিন্তু সম্প্রতি জানা গেল, সেটিই তাঁর শেষ গান নয়। ‘টাইগার ৩’-র জন্য শেষ গান গেয়েছেন তিনি।
আরও পড়ুন: কেকে-র মতো কনসার্ট শেষ করেই যেন মৃত্য়ুবরণ করতে পারি: সোনা মহাপাত্র
advertisement
প্রসঙ্গত, ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে ‘তড়প তড়প’ গানটি গেয়ে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন প্রয়াত গায়ক। সেই গানটিতে কেকে-র গলায় ঠোঁট মিলিয়েছিলেন সলমন। তা ছাড়াও একাধিক বার এই দুই শিল্পী একসঙ্গে কাজ করেছেন। ‘তেরে নাম’-এর ‘ও জানা’, ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘তু যো মিলা’, ‘রেডি’-র ‘হমকো প্যায়ার হুয়া’, ‘এক থা টাইগার’-এর ‘লা পাতা’ ইত্যাদি বিভিন্ন গানে সলমনের নেপথ্যে সুর তুলেছেন কেকে। শেষ বারও কি সেই তারকার ঠোঁটে তাঁকেই পাবেন ভক্তরা?
আরও পড়ুন: লিফটের হাতলে মাথা রাখেন কেকে, হোটেলের ঘরে ঢোকার আগের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
বৃহস্পতিবার ভার্সোভা শ্মশানে কেকে-র শেষকৃত্য সম্পন্ন হবে। বেলা দুটো নাগাদ দাহ করা হবে তাঁর দেহ। আপাতত মুম্বইয়ের পার্ক প্লাজায় শুইয়ে রাখা হয়েছে নিথর কেকে-কে।