শিলাজিৎ নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘’এটা ভাল লাগে দেখে, আমাদের সময়টাতে, অনেকে এসেছিলেন সেই সময়ে নিজের আত্মাকে বার করে দেওয়ার জন্য, কোনও ফরমায়েশি গান নয়, আমার জীবন ফরমায়েশ করেছে বলে৷ তার মধ্যে কেউ খুব ভাল, কেউ মাঝারি৷ তার মধ্যে চারটে নাম থেকে গিয়েছে৷ বহু চেষ্টা করে এটাকে দু’টোর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে৷ তার পরে তিনটের মধ্যে রাখার কথা বলা হয়েছিল, সেটাও হয়নি৷ ওই সময়টাকে বলতে গেলে এখন চারটে নাম উচ্চারণ করতে হবে, কিছু করার নেই৷ এটা মানুষই করে দিয়েছে৷’’
advertisement
তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘‘আগে ওই সময়ের গান বললেই সুমন আর নচিকেতার গান বলা হত৷ সুমন-নচি এই দু’জনের গান৷ তার পরে সেটা সুমন-নচি-অঞ্জন হয়েছিল৷ তার পর, গত দু’তিন বছর ধরে সুমন-নচি-অঞ্জনের সঙ্গে শিলাজিতের নামও উচ্চারিত হচ্ছে৷ এটা একা দারুণ সাফল্য৷ আমরা যে ভাবে গানটাকে ভেবেছিলাম, আরও হয়ত ২০-২৫ জন৷ যাদের সেই সময়ে অ্যালবান মুক্তি পেয়েছিল৷ মানুষ হয়ত তাঁদের কথা তেমন করে মনে রাখেননি, কিন্তু তাঁরা ছিলেন৷ তা এই আমাদের চারজনের ধরন, ধাঁচ, আমরা যে ভাবে ভাবতে চেয়েছিলাম, সেটা একেবারে বাংলা সিনেমা জগতের একটি বিপরীতমুখী সঙ্গীত ছিল৷ একদম পুরো উল্টো৷ ভাল লাগে এই ভেবে, এখন বাংলা ছবির মিউজিক, যে ছাপেই ছাপ দিক না কেন, সেটা এখন বাংলা ছবির মিউজিক ফলো করে৷’’
ইতিমধ্যে মুক্তি পেয়েছে শিলাজিৎ অভিনীত ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’৷ দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবিটি উচ্চ-প্রশংসিত হয়েছে৷ পাশাপাশি, বাঙালি সিনেমা মহলেও উচ্চ-সমাদর পাচ্ছে ছবিটি৷