TRENDING:

Sidharth Shukla : দুই পরিবারে চলছিল প্রস্তুতি, ডিসেম্বরেই বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ

Last Updated:

সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ও শেহনাজ গিল (Shehnaaz Gill) এ বছরই ডিসেম্বরে বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা করেছিলেন ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেরকমই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ও শেহনাজ গিল (Shehnaaz Gill) এ বছরই ডিসেম্বরে বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা করেছিলেন ৷ বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেরকমই ৷ বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁর শেষকৃত্যে শেহনাজ গিয়েছিলেন ভাই শেহবাজের সঙ্গে ৷ প্রেমিকের শেষকৃ্ত্যে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন শেহনাজ ৷
advertisement

বলিউডের অলিন্দে এখন খবর, ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তেন সিডনাজ জুটি ৷ তাঁদের সম্মতিতে দুই পরিবারে চলছিল প্রস্তুতিও ৷ এখানেই শেষ নয় ৷ মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের সঙ্গেও তাঁদের কথাবার্তা চলছিল ৷ বিয়ের অনুষ্ঠানের জন্য টানা তিন দিন ধরে ওই হোটেলের ঘর, ব্যাঙ্কোয়েট ও অন্য পরিষেবা নেওয়ার কথা ভেবেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ ৷ তবে দুই অভিনেতা, তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা এই খবর গোপনই রেখেছিলেন ৷

advertisement

বিগ বস-এর ত্রয়োদশ মরসুমের প্রতিযোগী আবু মালিক ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে শেহনাজ চেয়েছিলেন আবু যেন সিদ্ধার্থকে বলেন তাঁকে বিয়ে করতে ৷ এ বিষয়ে গত বছর সম্ভবত ২২ মার্চ আবুর সঙ্গে কথা হয়েছিল শেহনাজের ৷ তার পরই দেশ জুড়ে শুরু হয়ে যায় দীর্ঘ লকডাউন পর্ব৷

আবু আরও বলেন, সিদ্ধার্থও খুব ভালবাসতেন শেহনাজকে ৷ তিনি বলতেন, যদি কোনওদিন শেহনাজ রেগে যান, তাহলে সিদ্ধার্থের সারা দিন মাটি হয়ে যায় !

advertisement

শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেহনাজ ৷ তাঁর হৃদয়বিদারক কান্না ও ছবি সামাজিক মাধ্যমে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিগ বস-১৩-র মরসুম থেকেই বিনোদন জগতে চর্চিত হতে থাকে সিদ্ধার্থ ও শেহনাজ জুটির কথা ৷ ভক্তদের কাছে তাঁরা হয়ে ওঠেন ‘সিডনাজ’ জুটি ৷ প্রায় সব সময়েই একসঙ্গে দেখা যেত তাঁদের ৷ শেহনাজ জানিয়েছেন, তিনি শেষ বিন্দু অবধি সিদ্ধার্থের পাশে ছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla : দুই পরিবারে চলছিল প্রস্তুতি, ডিসেম্বরেই বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল