বলিউডের অলিন্দে এখন খবর, ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তেন সিডনাজ জুটি ৷ তাঁদের সম্মতিতে দুই পরিবারে চলছিল প্রস্তুতিও ৷ এখানেই শেষ নয় ৷ মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের সঙ্গেও তাঁদের কথাবার্তা চলছিল ৷ বিয়ের অনুষ্ঠানের জন্য টানা তিন দিন ধরে ওই হোটেলের ঘর, ব্যাঙ্কোয়েট ও অন্য পরিষেবা নেওয়ার কথা ভেবেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ ৷ তবে দুই অভিনেতা, তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা এই খবর গোপনই রেখেছিলেন ৷
advertisement
বিগ বস-এর ত্রয়োদশ মরসুমের প্রতিযোগী আবু মালিক ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে শেহনাজ চেয়েছিলেন আবু যেন সিদ্ধার্থকে বলেন তাঁকে বিয়ে করতে ৷ এ বিষয়ে গত বছর সম্ভবত ২২ মার্চ আবুর সঙ্গে কথা হয়েছিল শেহনাজের ৷ তার পরই দেশ জুড়ে শুরু হয়ে যায় দীর্ঘ লকডাউন পর্ব৷
আবু আরও বলেন, সিদ্ধার্থও খুব ভালবাসতেন শেহনাজকে ৷ তিনি বলতেন, যদি কোনওদিন শেহনাজ রেগে যান, তাহলে সিদ্ধার্থের সারা দিন মাটি হয়ে যায় !
শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেহনাজ ৷ তাঁর হৃদয়বিদারক কান্না ও ছবি সামাজিক মাধ্যমে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷
বিগ বস-১৩-র মরসুম থেকেই বিনোদন জগতে চর্চিত হতে থাকে সিদ্ধার্থ ও শেহনাজ জুটির কথা ৷ ভক্তদের কাছে তাঁরা হয়ে ওঠেন ‘সিডনাজ’ জুটি ৷ প্রায় সব সময়েই একসঙ্গে দেখা যেত তাঁদের ৷ শেহনাজ জানিয়েছেন, তিনি শেষ বিন্দু অবধি সিদ্ধার্থের পাশে ছিলেন ৷