TRENDING:

'যৌনমিলন ছাড়া ভালবাসা কিছুই না'! কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

Last Updated:

Sidharth Malhotra: ভালবাসাও থাকা উচিৎ। যৌনমিলন ছাড়া ভালবাসা কিছুই না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কফি উইথ করণের সপ্তম সিজন সবার নজর কেড়েছে। এখন পর্যন্ত করণ জোহরের শোতে অনেক সেলিব্রিটি চমকপ্রদ কথা বলেছেন। করণ টুইটারে প্রোমো শেয়ার করেছেন। এই পর্বের অতিথি ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। কথোপকথনের হাইলাইট হল ভিকি এবং করণ জোহর তাঁর গুজব বান্ধবী কিয়ারা আদভানির সঙ্গে সিদ্ধার্থের প্রকাশ্যে বিয়ে নিয়ে কথা বলেছেন। কিন্তু সিদ্ধার্থ কি হাল ছেড়ে দিয়ে কিয়ারার সঙ্গে ভবিষ্যৎ করার কথা প্রকাশ করেছিলেন? প্রোমোতে দেখা গেছে, ভিকি এবং করণ দলবেঁধে উঠে পড়ে লেগেছে সিদ্ধার্থ এবং কিয়ারার জন্য। করণ সিদ্ধার্থকে কিয়ারার সঙ্গে ডেটের খবর নিশ্চিত করেন।
advertisement

একটি বিভাগে, শো হোস্ট করণ জোহর ভিকি কৌশলের জন্য নেটিজেনদের কয়েকটি কমেন্ট পড়েছেন। তার মধ্যে একজন উল্লেখ করেছেন: "ভিকি কৌশলের এমন উষ্ণ অনুভূতি আছে, ক্যাটরিনার সান্ত্বনার প্রয়োজন হবে না।" ভিকি দ্রুত উত্তর দেন, "এই কমেন্টটি আমার পছন্দ"।

আরও পড়ুন: 'সুখী ভবিষ্যত চাই'! করণ এবং ভিকির চাপে কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

advertisement

কেজো খাকবে আর যৌন প্রসঙ্গ আসবে না, তা হয়? তিনি উল্লেখ করেছেন যে এই মন্তব্যটি অন্যদের তুলনায় তুলনামূলকভাবে কম যৌন ছিল। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ চিৎকার করে বললেন: "ভালবাসাও থাকা উচিৎ। যৌনমিলন ছাড়া ভালবাসা কিছুই না।" এরপর থেকেই তাঁর মহিলা ভক্তরা তাঁকে নিয়ে বেশ চিন্তায় পড়েছেন।

আরও পড়ুন: লম্বা চুল, চোখে চশমা! লাদাখের রুক্ষ পাহাড়ের বুকে একা দাঁড়িয়ে... নতুন লুকে ভাইজান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই এপিসোড দেখে ভক্তরা ভিকি-ক্যাটরিনা এবং সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের গল্প শুনতে পাবেন। প্রসঙ্গত সিদ্ধার্থ এবং কিয়ারা একসঙ্গে ছবিতে অভিনয় করছেন, সেরশাহ। সম্প্রতি এক সূত্র থেকে জানা গেছে, তাঁরা দুজনেই একটা রম-কম সিরিজ 'অগল বগল' করছেন। যদিও গুজব দম্পতি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেনি, দুজনের ভক্তরা ইতিমধ্যেই এটি প্রকাশ করছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'যৌনমিলন ছাড়া ভালবাসা কিছুই না'! কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল