TRENDING:

Siddharth Malhotra Shares Parenting Plans: ‘একবার সন্তান হলে...’, এ কী বললেন সিদ্ধার্থ মালহোত্রা! স্ত্রী কিয়ারার সঙ্গে তাঁর পরবর্তী প্ল্যান জানুন একবার

Last Updated:

Siddharth Malhotra Shares Parenting Plans: সোশ্যাল মিডিয়ায় মিষ্টি আদুরে পোস্ট করে জানিয়েছেন যে, শীঘ্রই বাবা-মা হতে চলেছেন তাঁরা। আর সন্তান আগমনের খবরটা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের শুভেচ্ছা বার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গত সপ্তাহেই ভক্তদের সুখবরটা দিয়েছিলেন বি-টাউনের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি আদুরে পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, শীঘ্রই বাবা-মা হতে চলেছেন তাঁরা। তাঁদের সন্তান আগমনের খবরটা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্তদের শুভেচ্ছাবার্তা। শুধু তা-ই নয়, হবু মা-বাবাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের অন্যান্য তারকারাও। এদিকে স্ত্রী কিয়ারার সঙ্গে সন্তানকে মানুষ করার বিষয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।
শীঘ্রই বাবা-মা হতে চলেছেন তাঁরা
শীঘ্রই বাবা-মা হতে চলেছেন তাঁরা
advertisement

গত ১১ মার্চ ২০২৫ তারিখে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং র‍্যাপার লিলি সিংয়ের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই কথোপকথনে একাধিক বিষয় উঠে এসেছে। এর মধ্যে অন্যতম হল, অভিনেতার শৈশবের অভিজ্ঞতা থেকে শুরু করে তাঁর বলিউডের সফর, কিয়ারার সঙ্গে আলাপ এবং আরও নানা কিছু।

আজকের দুনিয়ায় সন্তানপালন প্রসঙ্গে সিদ্ধার্থের পরিকল্পনার বিষয়ে সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করেন লিলি। এই বিষয়ে নিজের মতামত পোষণ করলেন অভিনেতা। নিয়মরীতি মেনে চলার গুরুত্বের উপরেও জোর দিয়েছেন তিনি। সিদ্ধার্থের ব্যাখ্যা, “ছেলেদের মানুষ করার ক্ষেত্রে অবশ্যই তাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। আর জীবনে যখনই এমন কিছু আসবে, সেটাই আমার লক্ষ্য থাকবে, সেটা ছেলেই হোক কিংবা মেয়ে।” আসলে লিঙ্গভেদে সন্তানদের মূল্যবোধের সঙ্গে মানুষ করার ইচ্ছের উপর জোর দিয়েছেন অভিনেতা।

advertisement

সন্তান মানুষ করার ক্ষেত্রে সিদ্ধার্থ মালহোত্রার এহেন দৃষ্টিভঙ্গি জানার পর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরাও। অভিনেতার সোজাসাপ্টা অকপট মন্তব্য শুনে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। তাঁর এবং কিয়ারার দৃষ্টিভঙ্গি থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, সিদ্ধার্থ-কিয়ারার লক্ষ্য, তাঁদের ভবিষ্যৎ সন্তানদের জন্য একটি লালন-পালনমূলক কিন্তু সুগঠিত পরিবেশ প্রদান করা।

advertisement

আরও পড়ুন : ‘ঘরে মেয়ে বড় হচ্ছে…আমরা শর্টস পরে…’ এটাই ‘আলাদা’ থাকার কারণ! গোবিন্দার সঙ্গে তাঁর বিয়ে ভাঙা নিয়ে বিস্ফোরক স্ত্রী সুনীতা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই তারকা দম্পতি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন। তাঁদের মা-বাবা হয়ে ওঠার সফরটা কেমন, সেই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা। লিলির সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় সিদ্ধার্থ এই ইঙ্গিত দিলেন যে, নিজের সন্তানদের মধ্যে তিনি ভালবাসা, যত্ন এবং নিয়মানুবর্তিতা গড়ে তুলতে চান। এটা প্রমাণিত যে, পেরেন্টিং বা সন্তান লালন করার বিষয়টা তাঁর মনের খুব কাছের একটা বিষয়। আর কিয়ারার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরোপুরি ভাবে এই ভূমিকায় অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য তিনি একেবারেই প্রস্তুত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Siddharth Malhotra Shares Parenting Plans: ‘একবার সন্তান হলে...’, এ কী বললেন সিদ্ধার্থ মালহোত্রা! স্ত্রী কিয়ারার সঙ্গে তাঁর পরবর্তী প্ল্যান জানুন একবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল